আজকের সাধারণ জ্ঞান : ১৩ মার্চ ২০১৬
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক চুক্তি ও সনদ’ বিষয়ে জাগো জবসের ২য় পর্বের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : হাভানা সনদের লক্ষ্য ও উদ্দেশ্য কী?
উত্তর : বিশ্ব উন্নয়ন ত্বরান্বিত করা।
২. প্রশ্ন : হাভানা সনদে কতটি দেশ স্বাক্ষর করে?
উত্তর : ৫টি দেশ।
৩. প্রশ্ন : এনপিটি চুক্তির উদ্দেশ্য কী?
উত্তর : পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ।
৪. প্রশ্ন : এনপিটি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৬৮ সালে।
৫. প্রশ্ন : এনপিটি চুক্তি কবে কার্যকর হয়?
উত্তর : ১৯৭০ সালে।
৬. প্রশ্ন : এনপিটি চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে?
উত্তর : ১৭০ টি।
৭. প্রশ্ন : কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় দেশের পাসপোর্ট ও অন্যান্য প্রথা রহিত হয়?
উত্তর : চেনজেন চুক্তি।
৮. প্রশ্ন : আমেরিকার স্বাধীনতা চুক্তিটি কী নামে পরিচিত?
উত্তর : প্রথম ভার্সাই চুক্তি।
৯. প্রশ্ন : প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কী ছিল?
উত্তর : আমেরিকার স্বাধীনতা অর্জন।
১০. প্রশ্ন : দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?
উত্তর : জার্মানিকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করা।
১১. প্রশ্ন : দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল কী ছিল?
উত্তর : জার্মানি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।
১২. প্রশ্ন : ইরানি পার্লামেন্ট কোন চুক্তিটি অনুমোদনে অস্বীকৃতি জানায়?
উত্তর : নিউক্লিয়া নন-প্রোলিফারেশন ট্রিটি (এসপিটি)।
১৩. প্রশ্ন : সিটিবিটি চুক্তির লক্ষ্য কী ছিল?
উত্তর : পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
১৪. প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদ কবে সিটিবিটি অনুমোদন করে?
উত্তর : ১০ সেপ্টেম্বর ১৯৯৬।
১৫. প্রশ্ন : সিটিবিটি জাতিসংঘে উত্থাপন করে কোন দেশ?
উত্তর : অস্ট্রেলিয়া।
১৬. প্রশ্ন : কয়টি দেশ সিটিবিটি চুক্তির পক্ষে ভোট দেয়?
উত্তর : ১৫৮টি।
১৭. প্রশ্ন : কয়টি দেশ সিটিবিটি চুক্তির বিপক্ষে ভোট দেয়?
উত্তর : ৩টি।
১৮. প্রশ্ন : কোন তিনটি দেশ সিটিবিটি চুক্তির বিপক্ষে ভোট দেয়?
উত্তর : ভুটান, লিবিয়া ও ভারত।
১৯. প্রশ্ন : লিবিয়া কবে সিটিবিটি চুক্তি অনুমোদন করে?
উত্তর : ৬ জানুয়ারি ২০০৪।
২০. প্রশ্ন : বর্তমানে পারমাণবিক অস্ত্র ও চুল্লির অধিকারী দেশ কয়টি?
উত্তর : ৪৪টি।
এসইউ/এমএস