ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

উই সামিটের লোগো উন্মোচন, শুরু ৬ অক্টোবর

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৭ জুন ২০২৩

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) নিয়মিত আয়োজন ‘উই সামিট’ অনুষ্ঠিত হবে ৬-৭ অক্টোবর। দুই দিনব্যাপী এ সামিট বসুন্ধরার আইসিসিবির নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে ৭ জুন রাজধানীর রাওয়া ক্লাবে উই সামিটের পার্টনারদের সঙ্গে নিয়ে লোগো উন্মোচন করে কেক কাটেন উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। এ সময় দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উইয়ের অ্যাডভাইজার মেজর (অব.) কবির সাকিব বলেন, ‘এবারের উই সামিটে দেশের ৬৪টি জেলার নারী উদ্যোক্তারা আসবেন। বছরে এই দুটি দিনের জন্য আমাদের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করেন।’

আরও পড়ুন: পাইলট হওয়ার স্বপ্ন আপনার, ব্যবস্থাপনায় ইউএস-বাংলা 

উইয়ের ডিরেক্টর ইমানা জ্যোতি বলেন, ‘আমাদের এবারের থিম সাজানো হয়েছে মুক্তিযুদ্ধের সময়কালের নারীর অবদান, স্বাধীনতার সঙ্গে বর্তমানকে যোগসূত্র দিয়ে।’

উইয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো এবারের উই সামিটের কথা বেশি করে ছড়িয়ে দিতে। যাতে বগুড়ার উদ্যোক্তা বোনটার সঙ্গে কাপ্তাইয়ের বোনটার পরিচয় হয়। বাইরের দেশের বায়ারেরা আমাদের আয়োজনে এসে আমাদের পণ্য রপ্তানিতে সহযোগিতা করেন। আমরা যেন বলতে পারি, আমরা নারী, আমরা পারি।’

উই সামিটে নিবন্ধন করতে হলে এই লিংকে  ক্লিক করতে পারেন।

এসইউ/জিকেএস

আরও পড়ুন