ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

জাপানের রাষ্ট্রদূত

জেপি বিল্ড বাংলাদেশে ভালো অবস্থান তৈরি করবে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২১ মে ২০২৩

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে জাপান বরাবরই উন্নয়নমূলক কাজের অংশীদার হতে আগ্রহী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরেও আমার কাজ ছিল যত বেশি সম্ভব জাপানি বিনিয়োগকারীকে বাংলাদেশে কাজ করতে আগ্রহী করে তোলা। সেখানেই আমি জানতে পারি, জেপি বিল্ড এরই মধ্যে বাংলাদেশে অফিস স্থাপনে অনেক দূর এগিয়ে গেছে। আধুনিক প্রযুক্তি এবং সেরা সার্ভিস দিতে তারা বদ্ধপরিকর। আশা করছি, বাংলাদেশে তারা একটি ভালো অবস্থান তৈরি করবে।’

২০ মে সন্ধ্যায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ঢাকার একটি রেস্টুরেন্টে জেপি বিল্ড বিডি কোম্পানি লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এরই মধ্য দিয়ে জাপানি রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন কোম্পানিটি বাংলাদেশে যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেপি বিল্ড বিডি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আকিও ইয়ামামোটো, জেবিএস হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সুসুমু সাকাই, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মো. আমিন হেলালী, এফবিসিসিআইয়ের ডিরেক্টর এবং জেসিএক্সের ম্যানেজিং ডিরেক্টর মো. ইকবাল হোসেন চৌধুরী এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের সিইও কামাল চৌধুরী।

আরও পড়ুন: মোড়া তৈরি করে স্বাবলম্বী পাহাড়ের নারীরা 

জেপি বিল্ড বিডি কোম্পানির চেয়ারম্যান আকিও ইয়ামামোটো বলেন, ‘জাপানের আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষিত কর্মীদের সহযোগিতায় বাংলাদেশে আধুনিক এবং ভূমিকম্প সহনীয় বিল্ডিং তৈরি করবে জেপি বিল্ড বিডি। পাশাপাশি চৌকস নির্মাণকর্মী তৈরি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চাই।’

তিনি বলেন, ‘উন্নত ভবন তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিফট বা এলিভেটর। সেখানেই সমাধান নিয়ে এসেছে জেপি বিল্ড বিডি। আকাশচুম্বী ভবনগুলোয় আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা সুবিধাসহ জাপানের বিখ্যাত নিপ্পন ব্র্যান্ডের এলিভেটর বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে কোম্পানিটি। অত্যাধুনিক এবং রুচিশীল এ এলিভেটর এখন থেকেই বাজারে পাওয়া যাবে।’

ইয়ামামোটো বলেন, ‘লিফটে কোন সমস্যা হলে ওয়াইফাইয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় থাকা হেড অফিসে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকেই সফটওয়্যারের মাধ্যমে ৩০ মিনিটের ভেতর ঠিক করে ফেলতে পারবে অনলাইনে। হার্ডওয়্যার সমস্যা হলে হেড অফিস থেকে পরীক্ষা করে সঠিক দিকনির্দেশনা দেওয়া হবে। ঢাকা অফিস এসে ঠিক করে দেবে।’

আরও পড়ুন: ‘হারমিজন’ পায়ে রিফাতুল হকের এগিয়ে চলার গল্প 

তিনি আরও বলেন, ‘নিপ্পন শুধু বক্সের মতো দেখতে একটি লিফট নয়, এটি স্টাইলিশ এবং নিরাপদ। যে কোনো সমস্যা হলে লিফট নিজে থেকে নিচতলায় এসে থেমে যাবে। এই সেফটি ফিচার বাঁচাবে দুর্ঘটনার হাত থেকে। এমনকি গ্রাহক চাইলে দক্ষিণ কোরিয়ার ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে লিফট কাস্টমাইজ করে নেওয়া যাবে।’

জেবিএস হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সুসুমু সাকাই বলেন, ‘বাংলাদেশে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। ব্যবসার জন্য খুব ভালো জায়গা। সরকারের পক্ষ থেকে আমরা যেমন সহযোগিতা পাই; তেমনই স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আমরা ভালো ব্যবসা করতে পারছি।’

এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মো. আমিন হেলালী বলেন, ‘বিদেশি ইনভেস্টমেন্ট যারা নিয়ে আসছেন এবং দেশীয় কোম্পানি; দুপক্ষই যাতে লাভবান হয়, সেভাবেই কাজ করতে হবে। এফবিসিসিআই সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।’

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় সফল ইংরেজি শিক্ষক নির্ঝর 

এফবিসিসিআইয়ের ডিরেক্টর এবং জেসিএক্সের ম্যানেজিং ডিরেক্টর মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘জাপানের ভালো মানের লিফট আমরা বাংলাদেশে খুব একটা পাই না। নিপ্পনের মতো বিখ্যাত ব্র্যান্ডের লিফট যদি আমরা কম্পিটিটিভ দামে পাই, তাহলে সবাই সেটি ব্যবহার করতে আগ্রহী হবো।’

এসইউ/জিকেএস

আরও পড়ুন