আজকের সাধারণ জ্ঞান : ১০ মার্চ ২০১৬
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ’ বিষয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জন্ম কবে?
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭১।
২. প্রশ্ন : বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
উত্তর : ভারত।
৩. প্রশ্ন : বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
উত্তর : ভুটান।
৪. প্রশ্ন : আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর : ইরাক।
৫. প্রশ্ন : বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
উত্তর : সুদান।
৬. প্রশ্ন : বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়?
উত্তর : ১৯৮৬ সালে।
৭. প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়?
উত্তর : ৪১তম।
৮. প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে?
উত্তর : হুমায়ুন রশিদ চৌধুরী।
৯. প্রশ্ন : বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
উত্তর : ৩২তম।
১০. প্রশ্ন : বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল?
উত্তর : পাকিস্তান।
১১. প্রশ্ন : কবে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে?
উত্তর : ১ মার্চ ২০০০।
১২. প্রশ্ন : ফোবানা কী?
উত্তর : আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের একটি বেসরকারি সংগঠন।
১৩. প্রশ্ন : বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘে বাংলা ভাষায় বক্তৃতা করেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
১৪. প্রশ্ন : বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে?
উত্তর : সিরিয়া।
১৫. প্রশ্ন : সিরিয়া কত সালে সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে?
উত্তর : ১৯৭৩ সালে।
১৬. প্রশ্ন : ওআইসি’র একমাত্র কারিগরী ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হয়েছে?
উত্তর : ঢাকায়।
১৭. প্রশ্ন : ওআইসি’র একমাত্র কারিগরী ইনস্টিটিউটের নাম কী?
উত্তর : Islamic Institute Of Technology (IIT).
১৮. প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর : ১৩৬তম।
১৯. প্রশ্ন : সৌদি আরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর : ১৬ আগস্ট ১৯৭৫।
২০. প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাদের অর্জন?
উত্তর : বাংলাদেশের।
এসইউ/আরআইপি