ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৬ মার্চ ২০১৬

প্রকাশিত: ০৫:২০ এএম, ০৬ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলাদেশের শিল্প-সংস্কৃতি’ নিয়ে জাগো জবসের ৩য় পর্বের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ‌‘কিংবদন্তী’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : মিরপুর-১ গোল চত্বর।

২. প্রশ্ন : ‘বীরের প্রত্যাবর্তন’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : সোইলমাদ গ্রাম, ভাটারা, বাড্ডা, ঢাকা।

৩. প্রশ্ন : ‘রাজসিক বিহার’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : হোটেল রূপসি বাংলার সামনে।

৪. প্রশ্ন : ‘কেন্দ্রীয় শহীদ মিনার’ কোথায় স্থাপিত?
উত্তর : ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গন।

৫. প্রশ্ন : ‘জাতীয় স্মৃতিসৌধ’ কোথায়?
উত্তর : সাভার, ঢাকা।

৬. প্রশ্ন : ‘জাতীয় সংসদ ভবন’ কোথায়?
উত্তর : শেরেবাংলা নগর, ঢাকা।

৭. প্রশ্ন : ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।

৮. প্রশ্ন : ‘অমর একুশে’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।

৯. প্রশ্ন : ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১০. প্রশ্ন : ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

১১. প্রশ্ন : ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’ কোথায়?
উত্তর : মিরপুর, ঢাকা।

১২. প্রশ্ন : ‘বলাকা’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : মতিঝিল, ঢাকা।

১৩. প্রশ্ন : ‘জাতীয় জাদুঘর’ কোথায়?
উত্তর : শাহবাগ, ঢাকা।

১৪. প্রশ্ন : ‘স্বাধীনতা’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।

১৫. প্রশ্ন : ‘শাপলা চত্বর’ কোথায়?
উত্তর : মতিঝিল, ঢাকা।

১৬. প্রশ্ন : ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : জয়দেবপুর চৌরাস্তা, গাজিপুর।

১৭. প্রশ্ন : ‘মুজিবনগর স্মৃতিসৌধ’ কোথায়?
উত্তর : মুজিবনগর, মেহেরপুর।

১৮. প্রশ্ন : ‘দোয়েল চত্বর’ কোথায়?
উত্তর : ঢাবি’র কার্জন হলের সামনে।

১৯. প্রশ্ন : ‘জাতীয় শিশুপার্ক’ কোথায়?
উত্তর : শাহবাগ, ঢাকা।

২০. প্রশ্ন : ‘বোটানিক্যাল গার্ডেন’ কোথায়?
উত্তর : মিরপুর, ঢাকা।

এসইউ/এমএস

আরও পড়ুন