ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র আপলোড করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাত আটটার পর থেকে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে এনটিআরসিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক আয়োজিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারীর অনূকুলে আপলোড করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাত আটটার পর থেকে এনটিআরসিএর ওয়েব সাইট www.ntrca.gov.bd অথবা ngi.teletalk.com.bd প্রবেশ করে আবেদনকারীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ি ইবতেদায়ি প্রধান পদটি পদোন্নতিযোগ্য পদ হওয়ায় উক্ত পদের জন্য আবেদনকারীদের একই শিক্ষাগত যোগ্যতা থাকার কারণে তাদের সহকারী মৌলভী পদে অন্তর্ভুক্ত করে প্রবেশপত্র আপলোড করা হয়েছে।

এমআইএইচ/জিকেএস

আরও পড়ুন