আজকের সাধারণ জ্ঞান : ৩১ জানুয়ারি ২০১৬
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘সাব-রেজিস্ট্রার পদে পরীক্ষার প্রশ্ন ও সমাধান’ নিয়ে জাগো জবসের ১ম পর্বের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : ২১২, ১৭৯, ১৪৬, ১১৩, ____। শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
উত্তর : ৮০।
২. প্রশ্ন : একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২ বা ১৬ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে?
উত্তর : ২৪০।
৩. প্রশ্ন : রোমান M প্রতীকের অর্থ কোনটি?
উত্তর : ১০০০।
৪. প্রশ্ন : একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ১৬। ভগ্নাংশটি কত?
উত্তর : ৭/৯।
৫. প্রশ্ন : ৩৩(১/৩)% এর সমান ভাগ্নাংশ কত হবে?
উত্তর : ১/৩।
৬. প্রশ্ন : ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে?
উত্তর : ২৮ দিন।
৭. প্রশ্ন : ৬০ মিটার দীর্ঘ রাশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?
উত্তর : ৩০।
৮. প্রশ্ন : যদি B = {x:x2=9, 2x=4} হয়, তবে B =?
উত্তর : {-3,3,2}।
৯. প্রশ্ন : একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30০। গাছটি 12 মিটার উঁচু হলে ঐ স্থানটি গাছ থেকে কত দূরে অবস্থিত?
উত্তর : 12√3 মিটার।
১০. প্রশ্ন : ৯০^০ কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?
উত্তর : ৯০^০।
১১. প্রশ্ন : ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয়?
উত্তর : উচ্চতা।
১২. প্রশ্ন : সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত?
উত্তর : ১৩:১২:৫।
১৩. প্রশ্ন : একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
উত্তর : ৪০০ মিটার।
১৪. প্রশ্ন : ৫ সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার?
উত্তর : ৮ সেন্টিমিটার।
১৫. প্রশ্ন : যদি a+b+c = 0 হয়, তবে a3+b3+c3 এর মান কত?
উত্তর : 3abc.
১৬. প্রশ্ন : 2^n÷2^(n-1)= কত?
উত্তর : 2.
১৭. প্রশ্ন : 3 cm, 4.5 cm, 5.5 cm বাহুবিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত?
উত্তর : 6.75.
১৮. প্রশ্ন : পারমাণবিক বোমা তৈরি হয় কি ধাতু দিয়ে?
উত্তর : ইউরেনিয়াম।
১৯. প্রশ্ন : দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১০ হলে সময়ের পার্থক্য কত?
উত্তর : ৪ মিনিট।
২০. প্রশ্ন : সবচেয়ে মূল্যবান ধাতু কি?
উত্তর : প্লাটিনাম।
এসইউ/এমএস