ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৮ জানুয়ারি ২০১৬

প্রকাশিত: ০৫:১৬ এএম, ১৮ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান’ নিয়ে জাগো জবসের ২য় পর্বের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয় কখন?
উত্তর : অগ্রহায়ণ-পৌষ মাসে।

২. প্রশ্ন : সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
উত্তর : ৬২%।

৩. প্রশ্ন : MDG-এর অন্যতম লক্ষ্য কী?
উত্তর : ক্ষুধা ও দারিদ্র্য দূর করা।

৪. প্রশ্ন : কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
উত্তর : পাঙন।

৫. প্রশ্ন : ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
উত্তর : ইসলাম খান।

৬. প্রশ্ন : বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশ কোনটি?
উত্তর : পূর্ব জার্মানি।

৭. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি?
উত্তর : ১৯টি।

৮. প্রশ্ন : ‘শুভলং’ ঝরনা কোন জেলায় অবস্থিত?
উত্তর : রাঙ্গামাটি।

৯. প্রশ্ন : বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কী?
উত্তর : লালপুর, নাটোর।

১০. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়?
উত্তর : ১৭ জানুয়ারি ১৯৭২।

১১. প্রশ্ন : ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা কে?
উত্তর : রামরাম বসু।

১২. প্রশ্ন : ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীয় মুখপাত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
উত্তর : জ্ঞানান্বেষণ।

১৩. প্রশ্ন : হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর : গ্রামবার্তা প্রকাশিকা।

১৪. প্রশ্ন : প্রত্যয়যোগে গঠিত হয়নি এমন একটি শব্দ কী?
উত্তর : শুভেচ্ছা।

১৫. প্রশ্ন : একটি বহুব্রীহি সমাসবদ্ধ পদ উল্লেখ করতে হবে-
উত্তর : তপোবন।

১৬. প্রশ্ন : একটি বিশেষ্য পদ উল্লেখ করতে হবে-
উত্তর : গাম্ভীর্য (বাংলা একাডেমি, প-৩৫৫)।

১৭. প্রশ্ন : নত্ব বিধি অনুসারে ণ-এর ব্যবহার হওয়া একটি শব্দ-
উত্তর : প্রবণ।

১৮. প্রশ্ন : ‘মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে’- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে কী হবে?
উত্তর : মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।

১৯. প্রশ্ন : বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কী?
উত্তর : ব+ন্+ধ্+ন।

২০. প্রশ্ন : ‘Null and Void’- এর বাংলা পরিভাষা কী?
উত্তর : বাতিল।

এসইউ/এমএস

আরও পড়ুন