আজকের সাধারণ জ্ঞান : ০৯ জানুয়ারি ২০১৬
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : রকেটের সূত্রের আবিষ্কারক কে?
উত্তর : গডার্ড।
২. প্রশ্ন : ইলেকট্রন কে আবিষ্কার করেন?
উত্তর : জন থম্পসন।
৩. প্রশ্ন : ল্যাপটপ কী?
উত্তর : এক ধরনের ছোট কম্পিউটার।
৪. প্রশ্ন : বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
উত্তর : ENIAC.
৫. প্রশ্ন : প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে?
উত্তর : লেডী অ্যাডো অগাস্টা।
৬. প্রশ্ন : মুক্তা কীভাবে তৈরি হয়?
উত্তর : ঝিনুকের প্রদাহের ফলে।
৭. প্রশ্ন : অ্যাসিড আবিষ্কার হয় কবে?
উত্তর : ১৯৮১ সালে।
৮. প্রশ্ন : প্রোটন কণিকা আবিষ্কার করেন কে?
উত্তর : রাদারফোর্ড।
৯. প্রশ্ন : আলকাতরা কী থেকে তৈরি হয়?
উত্তর : কয়লা।
১০. প্রশ্ন : নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৫৮ সালে।
১১. প্রশ্ন : নাসার সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্টের ফ্লোরিডায়।
১২. প্রশ্ন : মহাকাশে পাঠানো প্রথম উপগ্রহ কোনটি?
উত্তর : স্ফুটনিক-১।
১৩. প্রশ্ন : স্ফুটনিক-১ মহাকাশে পাঠানো হয় কবে?
উত্তর : ১৯৫৭ সালে।
১৪. প্রশ্ন : পৃথিবীর প্রথম মহাকাশচারী কে?
উত্তর : উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)।
১৫. প্রশ্ন : মহাকাশে গমনকারী প্রথম প্রাণির নাম কি?
উত্তর : লাইকা নামের কুকুর।
১৬. প্রশ্ন : চাঁদের বুকে প্রথম মানুষ অবতরণ করে কবে?
উত্তর : ২১ জুলাই ১৯৬৯ সালে।
১৭. প্রশ্ন : চাঁদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী?
উত্তর : অ্যাপোলো-১১।
১৮. প্রশ্ন : চাঁদের বুকে কে প্রথম অবতরণ করে?
উত্তর : নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন।
১৯. প্রশ্ন : মহাকাশে গমনকারী প্রথম মহিলা নভোচারী কে?
উত্তর : ভ্যালেতিনা তেরেস্কোভা (১৯৬৩)।
২০. প্রশ্ন : মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ যানের নাম কী ছিল?
উত্তর : পাথ ফাইন্ডার।
এসইউ/পিআর