ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০২ জানুয়ারি ২০১৬

প্রকাশিত: ১০:২৮ এএম, ০২ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : নিম্নশ্রেণির প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি?
উত্তর : ডাল।
 
২. প্রশ্ন : কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
উত্তর : ব্রোমিন।
 
৩. প্রশ্ন : কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
উত্তর : পারদ।
 
৪. প্রশ্ন : প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
উত্তর : হীরা।
 
৫. প্রশ্ন : যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কী বলে?
উত্তর : আইসোটোন।
 
৬. প্রশ্ন : যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কী বলে?
উত্তর : আইসোটোপ।

৭. প্রশ্ন : পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে?
উত্তর : প্রোটন ও নিউট্রন।
 
৮. প্রশ্ন : ড্রাই আইস বা শুষ্ক বরফ কাকে বলে?
উত্তর : কঠিন কার্বন ডাই অক্সাইডকে।
 
৯. প্রশ্ন : নিউট্রন আবিষ্কার করেন কে?
উত্তর : চ্যোডইউক।
 
১০. প্রশ্ন : টেস্টিং সল্টের রাসায়নিক নাম কী?
উত্তর : সোডিয়াম মনো গ্লুটামেট।
 
১১. প্রশ্ন : খাবার লবণের রাসায়নিক নাম কী?
উত্তর : সোডিয়াম ক্লোরাইড।
 
১২. প্রশ্ন : কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
উত্তর : বালি।
 
১৩. প্রশ্ন : প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
উত্তর : মিথেন।
 
১৪. প্রশ্ন : টুথপেস্টের প্রধান উপাদান কী?
উত্তর : সাবান ও পাউডার।
 
১৫. প্রশ্ন : আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয়?
উত্তর : সিলভারের।
 
১৬. প্রশ্ন : রসায়নের ‘রুকসল্ট’ কী?
উত্তর : সোডিয়াম অক্সাইড।
 
১৭. প্রশ্ন : রসায়নের ‘সিল্ক অব লাইম’ কী?
উত্তর : ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড।
 
১৮. প্রশ্ন : ‘সোডা ওয়াটার’ কী?
উত্তর : পানিতে কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ।
 
১৯. প্রশ্ন : সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি?
উত্তর : হাইড্রোজেন।
 
২০. প্রশ্ন : সর্বাপেক্ষা ভারি ধাতু কোনটি?
উত্তর : লরেনসিয়াম।

এসইউ/পিআর