আজকের সাধারণ জ্ঞান : ২৮ ডিসেম্বর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : দুধের শর্করাকে কী বলে?
উত্তর : ল্যাকটোজ।
২. প্রশ্ন : সবচেয়ে বেশি শর্করা পাওয়া যায় কীসে?
উত্তর : ডাবে।
৩. প্রশ্ন : খাদ্যশক্তি বেশি থাকে কোন মাছে?
উত্তর : শুটকি মাছে।
৪. প্রশ্ন : কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে?
উত্তর : নিউক্লিয়াস।
৫. প্রশ্ন : কোন স্তন্যপায়ী প্রাণি ডিম পারে?
উত্তর : প্লাটিপাস।
৬. প্রশ্ন : বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি?
উত্তর : অ্যালবাট্রোস।
৭. প্রশ্ন : পৃথিবীর দ্রুততম পাখি কোনটি?
উত্তর : সুইফট বার্ড।
৮. প্রশ্ন : বিড়াল থেকে কোন রোগ ছড়ায়?
উত্তর : ডিপথেরিয়া।
৯. প্রশ্ন : ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে?
উত্তর : ইনসুলিন।
১০. প্রশ্ন : ইনসুলিন কোথায় উৎপন্ন হয়?
উত্তর : অগ্নাশয়ে।
১১. প্রশ্ন : আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে?
উত্তর : পেপসিন।
১২. প্রশ্ন : মানব দেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ কী?
উত্তর : ফুসফুস।
১৩. প্রশ্ন : মানবদেহে সবচেয়ে বেশি রক্তচাপ কোথায়?
উত্তর : ধমনীতে।
১৪. প্রশ্ন : প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী?
উত্তর : দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন।
১৫. প্রশ্ন : ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের কারণে?
উত্তর : অ্যাডরেনালিন হরমোন।
১৬. প্রশ্ন : মৃদু আলোতে কাজ করে চোখের কোন অংশ?
উত্তর : রডস।
১৭. প্রশ্ন : দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ?
উত্তর : কনস।
১৮. প্রশ্ন : চোখের কোন অংশ রঙিন জিনিস দেখতে সাহায্য করে?
উত্তর : কনস।
১৯. প্রশ্ন : দাড়ি-গোফ গজায় কোন হরমোনের কারণে?
উত্তর : টেস্টস্টোরেন হরমোন।
২০. প্রশ্ন : কোন জন্তুর চারটি পাকস্থলী আছে?
উত্তর : গরুর।
এসইউ/পিআর