ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‍বিজ্ঞপ্তিটি সঠিক নয়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪১ পিএম, ১০ নভেম্বর ২০২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ১১টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তিটি সঠিক নয়। তাই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে নিষেধ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। আর যারা গণমাধ্যমে এ সংক্রান্ত নিউজ করছেন তাদেরকেও আরও সতর্ক হতে হবে। কোনো নিউজ প্রকাশ করার আগে সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য জনগণের কাছে উপস্থাপন করতে হবে।’

মো. মাইদুল ইসলাম প্রধান আরও বলেন, ‘এই নিয়োগ বিজ্ঞপ্তি কারা প্রকাশ করেছে আমাদের জানা নেই। আমাদের নিয়োগ সংক্রান্ত নোটিশ হলে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের অনেকগুলো শাখা রয়েছে, যে শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেই শাখা সংশ্লিষ্ট কর্মকর্তার নাম এবং পদবি উল্লেখ করে স্বাক্ষরসহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জানা যায়, গত ১০ নভেম্বর দৈনিক যুগান্তরের ১২ পাতায় বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়। এরপর সেটি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সংশোধিত

 

এসইউ/জিকেএস