ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৭ ডিসেম্বর ২০১৫

প্রকাশিত: ১১:১৭ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : জীনের রাসায়নিক গঠন কী?
উত্তর : ডিএনএ।
 
২. প্রশ্ন : সিঙ্কোনা কি কাজে ব্যবহৃত হয়?
উত্তর : ম্যালেরিয়ার ওষুধ।
 
৩. প্রশ্ন : শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কী?
উত্তর : সবুজ উদ্ভিদ।
 
৪. প্রশ্ন : উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি?
উত্তর : ফুল।
 
৫. প্রশ্ন : সবচেয়ে বড় ঘাস কী?
উত্তর : বাঁশ।
 
৬. প্রশ্ন : কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?
উত্তর : সিনকোনা।
 
৭. প্রশ্ন : কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?
উত্তর : এসকরবিক অ্যাসিড।
 
৮. প্রশ্ন : বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি?
উত্তর : বৈলাম।
 
৯. প্রশ্ন : আঙ্গুরে কোন অ্যাসিড থাকে?
উত্তর : টারটারিক অ্যাসিড।
 
১১. প্রশ্ন : কচু খেলে গলা চুলকায় কেন?
উত্তর : ক্যালসিয়াম অর্কলিকের জন্য।
 
১২. প্রশ্ন : দুধের প্রোটিনের নাম কী?
উত্তর : কেজিন।

১৩. প্রশ্ন : লেবুতে কোন অ্যাসিড থাকে?
উত্তর : সাইট্রিক অ্যাসিড।
 
১৪. প্রশ্ন : চায়ের পাতায় কোন উপাদান থাকে?
উত্তর : থিন।
 
১৫. প্রশ্ন : কফিতে কোন উপাদান থাকে?
উত্তর : ক্যাফেইন।
 
১৬. প্রশ্ন : আপেলে কোন অ্যাসিড থাকে?
উত্তর : সালিক অ্যাসিড।
 
১৭. প্রশ্ন : দুধে কোন অ্যাসিড থাকে?
উত্তর : ল্যাকটিক অ্যাসিড।
 
১৮. প্রশ্ন : আমলকিতে কোন অ্যাসিড থাকে?
উত্তর : অক্সালিক অ্যাসিড।
 
১৯. প্রশ্ন : তেঁতুলে কোন অ্যাসিড থাকে?
উত্তর : টারটারিক অ্যাসিড।
 
২০. প্রশ্ন : তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে?
উত্তর : নিকোটিন।

এসইউ/আরআইপি