আজকের সাধারণ জ্ঞান : ২৬ ডিসেম্বর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কোনটি?
উত্তর : রাজ কাঁকড়া।
২. প্রশ্ন : উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি?
উত্তর : Cycas.
৩. প্রশ্ন : জীববিজ্ঞানের জনক কে?
উত্তর : এরিস্টটল।
৪. প্রশ্ন : কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
উত্তর : শুশুক।
৫. প্রশ্ন : ক্লোন পদ্ধতিতে সৃষ্ট প্রথম ভেড়ার নাম কী?
উত্তর : ডলি।
৬. প্রশ্ন : সবচেয়ে বড় কোষ কোনটি?
উত্তর : উট পাখির ডিম।
৭. প্রশ্ন : ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণি?
উত্তর : মাছ।
৮. প্রশ্ন : ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে?
উত্তর : কেঁচো।
৯. প্রশ্ন : সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণি কোনটি?
উত্তর : তেলাপোকা।
১০. প্রশ্ন : প্রাণিকোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?
উত্তর : মাইটোকন্ড্রিয়া।
১১. প্রশ্ন : প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে?
উত্তর : কেঁচো।
১২. প্রশ্ন : বাদুর রাতের বেলা চলাচল করে কীভাবে?
উত্তর : আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে।
১৩. প্রশ্ন : জীবাণু বিদ্যার জনক কে?
উত্তর : ভন লিউয়েন হুক।
১৪. প্রশ্ন : সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?
উত্তর : মানব ডিম্বাণু।
১৫. প্রশ্ন : পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণি কোনটি?
উত্তর : বামন চিকা।
১৬. প্রশ্ন : সবচেয়ে বড় ফুল কোনটি?
উত্তর : র্যা ফোসিয়া আরনন্ডি।
১৭. প্রশ্ন : শরীরবিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তর : উইলিয়াম হার্ভে।
১৮. প্রশ্ন : সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে?
উত্তর : ভন লিউয়েন হুক।
১৯. প্রশ্ন : ‘অরিজিন অফ স্পিসিস’ বইটির রচয়িতা কে?
উত্তর : ডারউইন।
২০. প্রশ্ন : উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
উত্তর : থিও ফ্রাসটাস।
এসইউ/আরআইপি