ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৪ ডিসেম্বর ২০১৫

প্রকাশিত: ১০:৪০ এএম, ২৪ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিখ্যাত সমুদ্রবন্দর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : লিভারপুল সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : ইংল্যান্ড।

২. প্রশ্ন : লিসবন সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : পর্তুগাল।

৩. প্রশ্ন : লন্ডন সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : ইংল্যান্ড।

৪. প্রশ্ন : লেলিনগ্রাদ সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : রাশিয়া।

৫. প্রশ্ন : সাংহাই সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : চীন।

৬. প্রশ্ন : সানফ্রান্সিস্কো সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্র।

৭. প্রশ্ন : সিঙ্গাপুর সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : সিঙ্গাপুর।

৮. প্রশ্ন : সিডনী সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : অস্ট্রেলিয়া।

৯. প্রশ্ন : শিকাগো সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্র।

১০. প্রশ্ন : হংকং সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : হংকং।

১১. প্রশ্ন : হামবুর্গ সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : জার্মান।

১২. প্রশ্ন : বন্দর আব্বাস সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : ইরান।

১৩. প্রশ্ন : ডারউইন সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : অস্ট্রেলিয়া।

১৪. প্রশ্ন : ফিলিপাইনের বিখ্যাত সমুদ্রবন্দর দু’টির নাম কী?
উত্তর : ম্যানিলা এবং দাভাওসিটি।

১৫. প্রশ্ন : মরক্কোর তিনটি সমুদ্রবন্দরের নাম কী?
উত্তর : ক্যাসাব্লাংকা, রাবাত, ফেজ।

১৬. প্রশ্ন : পাপুয়ানিউগিনির সমুদ্রবন্দরের নাম কী?
উত্তর : পোর্ট মোসার্বি।

১৭. প্রশ্ন : থাইল্যান্ডের সমুদ্রবন্দর কোনটি?
উত্তর : ব্যাংকক।

১৮. প্রশ্ন : চীনের সমুদ্রবন্দরগুলো কী কী?
উত্তর : সাংহাই, ক্যাটন, হংকং, পোর্ট অার্থার।

১৯. প্রশ্ন : জার্মানের দু’টি সমুদ্রবন্দরের নাম কী?
উত্তর : হামবুর্গ এবং কিয়েল।

২০. প্রশ্ন : জাপানের সমুদ্রবন্দরগুলোর নাম কী?
উত্তর : ওসাকা, ইয়াকোহামা, হিরোসিমা, নাগাসাকি।

এসইউ/এমএস