ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৭ ডিসেম্বর ২০১৫

প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : কোথায়, কার নেতৃত্বে ইসরাইলের জন্ম হয়?
উত্তর : তেল আবিবের যাদুঘরে ডেভিড বেনগুরিনের নেতৃত্বে।

২. প্রশ্ন : ইসরাইল রাষ্ট্র কবে গঠিত হয়?
উত্তর : ১৫ মে ১৯৪৮।

৩. প্রশ্ন : ইসরাইল কবে মিশর আক্রমণ করে?
উত্তর : ১৯৫৬ সালে।

৪. প্রশ্ন : ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে কবে হেবরন চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৫ জানুয়ারি ১৯৯৭।

৫. প্রশ্ন : ইসরাইলের কোন প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে নিহত হন?
উত্তর : আইজ্যাক রবিন।

৬. প্রশ্ন : আইজ্যাক রবিন কত তারিখে নিহত হন?
উত্তর : ৪ নভেম্বর ১৯৯৫।

৭. প্রশ্ন : আইজ্যাক রবিনের হত্যাকারী কে?
উত্তর : বার ইলান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইগাল আমির।

৮. প্রশ্ন : ‘মোসাদ’ কী?
উত্তর : ইসরাইলের গোয়েন্দা সংস্থা।

৯. প্রশ্ন : ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর : থিওডোর হার্জল।
 
১০. প্রশ্ন : কবে মিশর-সিরিয়া যৌথভাবে ইসরাইল আক্রমণ করে?
উত্তর : ০৬ অক্টোবর ১৯৭৩।
 
১১. প্রশ্ন : কোন মার্কিন প্রেসিডেন্ট ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তা ছিলেন?
উত্তর : জিমি কার্টার।

১২. প্রশ্ন : ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৭৮ সালে।

১৩. প্রশ্ন : ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে নিরাপদ করিডোর চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ০৫ অক্টোবর ১৯৯৯।

১৪. প্রশ্ন : জাতিসংঘ কবে জেরুজালেম ভাগের পরিকল্পনা করে?
উত্তর : ০১ এপ্রিল ১৯৫০।

১৫. প্রশ্ন : জেরুজালেম বর্তমানে কোন দেশের অধীনে আছে?
উত্তর : ইসরাইল।

১৬. প্রশ্ন : ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচির সংবাদ ফাঁস করে কোন পরমাণু বিজ্ঞানী?
উত্তর : ইসরাইলি বিজ্ঞানী মোরদেকাই ভানুনু।

১৭. প্রশ্ন : মোরদেকাই ভানুনু পরমাণু কর্মসূচি ফাঁসের দায়ে কত বছর কারাভোগ করেন?
উত্তর : ১৮ বছর।

১৮. প্রশ্ন : মোরদেকাই ভানুনু কবে মুক্তি লাভ করেন?
উত্তর : ২১ এপ্রিল ২০০৪।

১৯. প্রশ্ন : দখলদার ইরাকি বাহিনীর কাছ থেকে কুয়েত কবে মুক্ত হয়?
উত্তর : ২৮ ফেব্রুয়ারি ১৯৯১।
 
২০. প্রশ্ন : পিএলও-ইসরাইল কবে পরস্পরকে স্বীকৃতি দেয়?
উত্তর : ১০ সেপ্টেম্বর ১৯৯৩।

এসইউ/আরআইপি