ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

চাকরি খুঁজতে ‘এলিভেটেড ক্যারিয়ার্স’

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

ইহারমোনি নামে যুক্তরাষ্ট্রের একটি অনলাইন ডেটিং কোম্পানি এবার তার ব্যবহারকারীদের চাকরি খুঁজে দেওয়ার পরিকল্পনা করেছে। ২০১৬ সালে এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদন প্রকাশ করে।

ডয়চে ভেলে সূত্রে জানা যায়, সাইটটি ‘এলিভেটেড ক্যারিয়ার্স’ নামক একটি অনলাইন এমপ্লয়মেন্ট সেবা চালু করবে। যে উপায় ব্যবহার করে তারা ব্যবহারকারীদের জীবনসঙ্গী খোঁজায় সহায়তা করছে সেই একই পদ্ধতি চাকরি খোঁজার ক্ষেত্রেও কাজে লাগাবে তারা।

এলিভেটেড ক্যারিয়ার্স সূত্রে জানা যায়, চাকরিদাতাদের সঙ্গে চাকরিপ্রার্থীদের যোগাযোগ স্থাপন করতে তারা একটি প্রক্রিয়া ব্যবহার করবে।

এলিভেটেড ক্যারিয়ার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ড্যান এরিকসন জানান, এ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি দেওয়া ও চাকরি পাওয়া বিষয়টি একটি নতুন মাত্রা পাবে।

যুক্তরাষ্ট্রের মানবসম্পদ বিষয়ক এক কোম্পানির কর্মকর্তা মাইকেল হেবারমানও মনে করেন, এই বিষয়টি ‘গেম চেঞ্জার হতে পারে’।

এসইউ/আরআইপি