ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজনের প্রশংসা করলেন শিক্ষামন্ত্রী

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৪ এপ্রিল ২০২১

দেশের নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) আয়োজনে হয়ে গেল উদ্যোক্তা বিষয়ক মাস্টারক্লাস। ২৪ এপ্রিল সকালে অনুষ্ঠিত এ আয়োজনের প্রশংসা করেন শিক্ষামন্ত্রী।

এবারের মাস্টারক্লাসে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা উইয়ের এ মাস্টারক্লাসের মাধ্যমে উদ্যোক্তা প্রশিক্ষণকে সাধুবাদ জানাই। উইয়ের মাস্টারক্লাসের আয়োজনকে সরকারিভাবে স্বীকৃতির বিষয়ে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়। আমি তথ্যপ্রযুক্তি বিভাগকেও অনেক ধন্যবাদ জানাই এত দারুণভাবে নারীদের পাশে থাকায়।’

সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেন, ‘সরকার ১ হাজার নারী উদ্যোক্তাকে গ্রান্টসহ বেশ কিছু চিন্তা করছে। আমাদের উদ্যোক্তাবান্ধব প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।’

jagonews24

এ সময় প্রতিমন্ত্রী একেবারে শিশুস্তরের বই থেকে উইয়ের কার্যক্রমের গল্প পাঠ্যপুস্তকে আনার অনুরোধ করেন।

আয়োজনে আলোচনার বিষয় ছিলো ‘Business Sustainability : From Plateau to Peak’৷ আর আর গ্রুপের সহযোগিতায় এবারের মাস্টারক্লাসের মূল বক্তব্য দেন সিএসই-ইন্ডিয়ার পোগ্রাম ম্যানেজার অভয় কেআর সিং।

আয়োজনে উইয়ের গ্লোবাল অ্যাডভাইজার সিল্কক গ্লোবালের সিইও সৌম্য বসু, উইয়ের উপদেষ্টা জাহানুর কবির সাকিব, প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বক্তব্য রাখেন।

এবারের মাস্টারক্লাসে প্রায় ৪ শতাধিক উদ্যোক্তা অংশ নেন। এ ব্যাপারে উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমাদের আগামী ২য় সিজনের মাস্টারক্লাস হবে অ্যাডভান্স লেভেলের। আমরা ভীষণ খুশি যে, সরকার উদ্যোক্তাদের পাশে দৃঢ়ভাবে আছে।’

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন