ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৫ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ১১:১১ এএম, ২৫ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘ভারতের ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ভারতে কয় কক্ষবিশিষ্ট পার্লামেন্ট রয়েছে?
উত্তর : দুই কক্ষবিশিষ্ট।

২. প্রশ্ন : দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের নাম কী কী?
উত্তর : রাজ্যসভা ও লোকসভা।

৩. প্রশ্ন : রাজ্যসভার মোট আসন সংখ্যা কত?
উত্তর : ২৫০টি।

৪. প্রশ্ন : রাজ্যসভার কয়টি আসন নির্বাচিত?
উত্তর : ২৩৮টি।

৫. প্রশ্ন : রাজ্যসভার কয়টি আসন সংরক্ষিত?  
উত্তর : ১২টি।

৬. প্রশ্ন : লোকসভার মোট আসন সংখ্যা কত?
উত্তর : ৫৫২টি।

৭. প্রশ্ন : লোকসভার কয়টি আসন নির্বাচিত?
উত্তর : ৫৫০টি।

৮. প্রশ্ন : লোকসভার কয়টি আসন সংরক্ষিত?
উত্তর : ২টি।

৯. প্রশ্ন : বর্তমানে লোকসভার কত আসনে নির্বাচন হয়?
উত্তর : ৫৪৩টি।

১০. প্রশ্ন : ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা গভর্নর নিযুক্ত হন?
উত্তর : সরোজিনী নাইডু।
 
১১. প্রশ্ন : মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে দেশে প্রত্যাবর্তন করেন?
উত্তর : ০৯ জানুয়ারি ১৯১৫।
 
১২. প্রশ্ন: মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিলেন?
উত্তর : ৩০ জানুয়ারি ১৯৪৮।

১৩. মহাত্মা গান্ধী কোথায় নিহত হয়েছিলেন?
উত্তর : ভারতের বিড়লা হাউজে।

১৪. প্রশ্ন : বিড়লা হাউজের বর্তমান নাম কী?
উত্তর : গান্ধী সদন।

১৫. প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসউইচ বধ্যভূমিতে কত লোককে হত্যা করা হয়েছিল?
উত্তর : ১৫ লক্ষ।

১৬. প্রশ্ন : ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি কে?
উত্তর : সোনিয়া গান্ধী।

১৭. প্রশ্ন : মাদার তেরেসা কবে মৃত্যুবরণ করেন?
উত্তর : ০৫ সেপ্টেম্বর ১৯৯৭।

১৮. প্রশ্ন : জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল?
উত্তর : ০৯ জানুয়ারি ১৯১৫।

১৯. প্রশ্ন : জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কে নেতৃত্ব দিয়েছিল?
উত্তর : জেনারেল রেজিল্যান্ড ডায়ার।
 
২০. প্রশ্ন : জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কয়জন নিহত ও আহত হয়েছিলেন?
উত্তর : ৫০০ জন নিহত ও ১,৫০০ জন আহত।

এসইউ/আরআইপি