ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৩ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ১০:৪২ এএম, ২৩ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘জাতীয় দিবস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ২১ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : শহীদ দিবস।

২. প্রশ্ন : ২৬ মার্চ কী দিবস?
উত্তর : স্বাধীনতা দিবস।

৩. প্রশ্ন : ১৫ আগস্ট কী দিবস?
উত্তর : জাতীয় শোক দিবস।

৪. প্রশ্ন : ২১ নভেম্বর কী দিবস?
উত্তর : সশস্র বাহিনী দিবস।

৫. প্রশ্ন : ১৪ ডিসেম্বর কী দিবস?
উত্তর : শহীদ বুদ্ধিজীবী দিবস।

৬. প্রশ্ন : ১৬ ডিসেম্বর কী দিবস?
উত্তর : বিজয় দিবস।

৭. প্রশ্ন : ১০ জানুয়ারি কী দিবস?
উত্তর : বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস।

৮. প্রশ্ন : ২৮ জানুয়ারি কী দিবস?
উত্তর : সলঙ্গা দিবস।

৯. প্রশ্ন : ০২ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : জনসংখ্যা দিবস।

১০. প্রশ্ন : ২২ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দিবস।

১১. প্রশ্ন : ২৮ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : ডায়াবেটিক দিবস।

১২. প্রশ্ন : ১৫ মার্চ কী দিবস?
উত্তর : রাষ্ট্রভাষা দিবস।

১৩. প্রশ্ন : ২২ অক্টোবর কী দিবস?
উত্তর : নিরাপদ সড়ক দিবস।

১৪. প্রশ্ন : ২৪ এপ্রিল কী দিবস?
উত্তর : খাপড়া ওয়ার্ড দিবস।

১৫. প্রশ্ন : ২৮ মে কী দিবস?
উত্তর : নিরাপদ মাতৃত্ব দিবস।

১৬. প্রশ্ন : ৩০ মে কী দিবস?
উত্তর : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত দিবস।

১৭. প্রশ্ন : ০৭ জুন কী দিবস?
উত্তর : ছয় দফা দিবস।

১৮. প্রশ্ন : ২৩ জুন কী দিবস?
উত্তর : পলাশী দিবস।

১৯. প্রশ্ন : ০৭ নভেম্বর কী দিবস?
উত্তর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

২০. প্রশ্ন : ১৬ অক্টোবর কী দিবস?
উত্তর : বঙ্গভঙ্গ দিবস।

এসইউ/পিআর