ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২২ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ১১:৪৭ এএম, ২২ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিখ্যাত উপজাতি’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : দ্রাবিড় কারা?
উত্তর : দক্ষিণ ভারত ও শ্রীলংকা বসবাসকারী অনার্য জাতি।

২. প্রশ্ন : নাগা উপজাতিরা কোথায় বসবাস করে?
উত্তর : ভারতের নাগাল্যান্ডের পাহাড়ে।

৩. প্রশ্ন : কাদের নিগ্রো বলা হয়?
উত্তর : মধ্য ও দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কালো মানুষদের।
 
৪. প্রশ্ন : পিগমী আদিবাসী কারা?
উত্তর : আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলের সবচেয় খাটো মানুষ।
 
৫. প্রশ্ন : পাপুয়ান কোন দেশের আদিবাসী?
উত্তর : পশ্চিম ইরানের।
 
৬. প্রশ্ন : কাদের বেদুঈন বলা হয়?
উত্তর : আরবের যাযাবর জাতি।

৭. বর্তমানে বেদুঈনরা কোথায় ছড়িয়ে পড়েছে?
উত্তর : বর্তমানে উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়েছে।
 
৮. প্রশ্ন : বান্টু কারা?
উত্তর : সেন্ট্রাল ও দক্ষিণ আফ্রিকার নিগ্রোরা।
 
৯. প্রশ্ন : ভিল জাতিরা কাদের বংশোদ্ভুত?
উত্তর : মধ্য ভারতের দ্রাবিড় বংশোদ্ভুত।
 
১০. প্রশ্ন : মাওরী কারা?
উত্তর : নিউজিল্যান্ডের আদি জাতি।
 
১১. প্রশ্ন : মোপলা উপজাতিরা কোন ধর্মাবলম্বী?
উত্তর : মুসলমান ধর্মাবলম্বী।

১২. প্রশ্ন : মোপলা উপজাতিরা কোথায় বসবাস করে?
উত্তর : কেরালার মালাবরে।
 
১৩. প্রশ্ন : মাঞ্চু কোন ধরনের উপজাতি?
উত্তর : পূর্ব এশিয়ার টাঙ্গু উপজাতি।

১৪. প্রশ্ন : মাসাউডস কোন অঞ্চলের উপজাতি?
উত্তর : পাকিস্তানের ওয়াজিরিস্তানের।
 
১৫. প্রশ্ন : মুর জাতিরা কোন ধর্মাবলম্বী?
উত্তর : মুসলমান ধর্মাবলম্বী।

১৬. প্রশ্ন : মুর জাতিরা কোথায় বসবাস করে?
উত্তর : উত্তর আফ্রিকায়।
 
১৭. প্রশ্ন : রেড ইন্ডিয়ান কারা?
উত্তর : যুক্তরাষ্ট্রের আদিম আদিবাসী।

১৮. প্রশ্ন : রেড ইন্ডিয়ানরা কোথায় অবস্থান করছে?
উত্তর : রকি পর্বত ও মিসৌরী নদীর মধ্যবর্তী স্থানে।
 
১৯. প্রশ্ন : শেরপা কারা?
উত্তর : নেপাল ও তিব্বত হিমালয়ের পাদদেশে বসবাসকারী অাদিবাসী।
 
২০. প্রশ্ন : বুশম্যান জাতিরা কোথায় বসবাস করে?
উত্তর : বতসোয়ানায়।

এসইউ/পিআর