ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২০ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০২:৩৭ এএম, ২০ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা ও বাঙালি’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বাঙালি জাতির পরিচয় কী?
উত্তর : শংকর জাতি।

২. প্রশ্ন : বাংলা ভূমিখণ্ডের প্রাচীন জনপদগুলোর নাম কী কী?
উত্তর : গৌড় (পুণ্ড্র, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম (তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ (বঙ্গাল, হরিকেল)।
 
৩. প্রশ্ন : রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভক্ত ছিল?
উত্তর : ৩টি। যথা- পুণ্ড্র, গৌড়, বঙ্গ।

৪. প্রশ্ন : প্রাচীন জনপদ পুণ্ড্রের রাজধানীর ধ্বংসাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
উত্তর : বগুড়া জেলার মহাস্থানগড়ে।

৫. প্রশ্ন : দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয়?
উত্তর : মুসলিম শাসনামলের প্রথম দিকে।

৬. প্রশ্ন : সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কী নামে পরিচিত ছিল?
উত্তর : সুবহ-ই-বাঙ্গালাহ নামে।
 
৭. প্রশ্ন : Bengal এবং Bangla কোন শব্দের রূপান্তর?
উত্তর : ফারসি ‘বাঙ্গালহ্’ শব্দের।

৮. প্রশ্ন : কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
উত্তর : আইন-ই-আকবরী গ্রন্থে।
 
৯. প্রশ্ন : সমগ্র বাংলাদেশ ‘বঙ্গ’ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?
উত্তর : পাঠান আমলে।
 
১০. প্রশ্ন : প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বোঝায়?
উত্তর : আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।
 
১১. প্রশ্ন : আর্যগণ কবে বাংলাদেশে আগমন করেন?
উত্তর : ২০০০ খ্রিস্টপূর্বাব্দে।

১২. প্রশ্ন : আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?
উত্তর : অনার্যদের।
 
১৩. প্রশ্ন : চীনা পরিব্রাজক হিউয়েন সাং কবে বাংলায় আগমন করেন?
উত্তর : সপ্তম শতকে।

১৪. প্রশ্ন : বাংলার শাসন পদ্ধতি সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে?
উত্তর : গুপ্ত যুগে।

১৫. প্রশ্ন : কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে?
উত্তর : সম্রাট অশোকের আমলে।
 
১৬. প্রশ্ন : প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?
উত্তর : এশিয়া ও আফ্রিকা মহাদেশ।
 
১৭. প্রশ্ন : প্রাচীন বাংলাদেশ কয়টি জনপদে বিভক্ত ছিল?
উত্তর : তিনটি জনপদে।

১৮. প্রশ্ন : আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর : বেদ।

১৯. প্রশ্ন : বৈদিক যুগের শিক্ষার ভাষা কী ছিল?
উত্তর : সংস্কৃত।

২০. প্রশ্ন : বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষি ছিল?
উত্তর : অস্ট্রিক।

এসইউ/এমএস