ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৭ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৭ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘জাতিসংঘ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বর্ণবাদী নীতির কারণে কোন দেশকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয়েছিল?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।
 
২. প্রশ্ন : কবে আবার দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘের সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়?
উত্তর : ১৯৯১ সালে।
 
৩. প্রশ্ন : তাইওয়ান কার কাছে জাতিসংঘের সদস্য পদ হারায়?
উত্তর : চীন।
 
৪. প্রশ্ন : তাইওয়ান কবে জাতিসংঘের সদস্য পদ হারায়?
উত্তর : ১৯৭১ সালে।
 
৫. প্রশ্ন : জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?
উত্তর : ৬টি।

৬. প্রশ্ন : জাতিসংঘের অফিসিয়াল ভাষা কী কী?
উত্তর : চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ ও আরবি।
 
৭. প্রশ্ন : জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি?
উত্তর : ২টি।

৮. প্রশ্ন : জাতিসংঘের কার্যকরী ভাষা কী কী?
উত্তর : ইংরেজি ও ফরাসি।

৯. প্রশ্ন : জাতিসংঘের মহাসচিবের কার্যকাল কত বছর?
উত্তর : ৫ বছর।
 
১০. প্রশ্ন : জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
উত্তর : বান কি মুন।

১১. প্রশ্ন : বান কি মুন কোন দেশের নাগরিক?
উত্তর : দক্ষিণ কোরিয়ার।

১২. প্রশ্ন : জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর : ট্রিগভেলী।

১৩. প্রশ্ন : ট্রিগভেলী কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : নরওয়ে।

১৪. প্রশ্ন : জাতিসংঘের প্রথম নন ইউরোপিয়ান মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ থান্ট।

১৫. উ থান্ট কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : মায়ানমার।

১৬. প্রশ্ন : জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?
উত্তর : দ্যাগ হ্যামারশোল্ড।

১৭. প্রশ্ন : দ্যাগ হ্যামারশোল্ড কত সালে বিমান দুর্ঘটনায় মারা যান?
উত্তর : ১৯৬১ সালে।
 
১৮. প্রশ্ন : জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কয়টি?
উত্তর : দুইটি।

১৯.  প্রশ্ন : কোন দুটি দেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক?
উত্তর : ভ্যাটিকান ও ফিলিস্তিন।
 
২০. প্রশ্ন : জাতিসংঘের ইউরোপীয় সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : জেনেভায়।

এসইউ/এমএস