ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৪ নভেম্বর ২০১৫

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৮ এএম, ১৪ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘জাতীয় প্রতীক, পতাকা ও সংগীত’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় প্রতীক কী?
উত্তর : উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল। তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা।

২. প্রশ্ন : জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
উত্তর : তৎকালীন ছাত্রনেতা আ স ম আবদুর রব।

৩. প্রশ্ন : জাতীয় পতাকা পরিমাপের অনুপাত কত?
উত্তর : দৈর্ঘ্য : প্রস্থ = ৫ : ৩।

৪. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?
উত্তর : ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’
 
৫. প্রশ্ন : ‘আমার সোনার বাংলা’ কবিতায় কয়টি চরণ?
উত্তর : ২৫টি।

৬. প্রশ্ন : জাতীয় সংগীতে কয়টি চরণ গাওয়া হয়?
উত্তর : প্রথম ১০টি চরণ।

৭. প্রশ্ন : ‘আমার সোনার বাংলা’ কবিতাটি কোন গ্রন্থের অর্ন্তগত?
উত্তর : গীতবিতানের অর্ন্তগত।

৮. প্রশ্ন : ‘আমার সোনার বাংলা’র গীতিকার ও সুরকার কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

৯. প্রশ্ন : ‘আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উত্তর : বঙ্গদর্শন।

১০. প্রশ্ন : ‘আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় কত সালে?
উত্তর : ১৯০৫ সালে।

১১. প্রশ্ন : ‘আমার সোনার বাংলা’র রচয়িতা কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

১২. প্রশ্ন : বাংলাদেশের রণ সংগীত কোনটি?
উত্তর : ‘চল চল চল’ কবিতার প্রথম দুই স্তবক।

১৩. প্রশ্ন : বাংলাদেশের রণ সংগীতের গীতিকার কে?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

১৪. প্রশ্ন : অনুষ্ঠানে রণ সংগীতের কত চরণ বাজানো হয়?
উত্তর : প্রথম ২১ চরণ।

১৫. প্রশ্ন : বাংলাদেশের রণ সংগীতের সুরকার কে?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

১৬. প্রশ্ন : বাংলাদেশের রণ সংগীত কোন কাব্যগ্রন্থের অর্ন্তগত?
উত্তর : সন্ধ্যা।

১৭. প্রশ্ন : রণ সংগীত বাংলা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর : ১৩৩৫ সালে।

১৮. প্রশ্ন : রণ সংগীত কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : শিখা পত্রিকায়।

১৯. প্রশ্ন : বাংলাদেশের ক্রীড়া সংগীত কোনটি?
উত্তর : ‘বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়’।

২০. প্রশ্ন : বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা কে?
উত্তর : সেলিনা হোসেন।

এসইউ/এসএম