ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১২ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০৪:২০ এএম, ১২ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘স্থানের প্রাচীন নাম’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : মুম্বাইয়ের প্রাচীন নাম কি?
উত্তর : বোম্বাই।
 
২. প্রশ্ন : জওহর গালার প্রাচীন নাম কি?
উত্তর : গজনী।
 
৩. প্রশ্ন : মালাগাছির প্রাচীন নাম কি?
উত্তর : মাদাগাস্কার।
 
৪. প্রশ্ন : ফকল্যান্ডের প্রাচীন নাম কি?
উত্তর : মালভিনাস।
 
৫. প্রশ্ন : মালয়েশিয়ার প্রাচীন নাম কি?
উত্তর : মালয়।

৬. প্রশ্ন : ইরাকের প্রাচীন নাম কি?
উত্তর : মেসোপটেমিয়া।

৭. প্রশ্ন : থাইল্যান্ডের প্রাচীন নাম কি?
উত্তর : শ্যাম।

৮. প্রশ্ন : হারারের প্রাচীন নাম কি?
উত্তর : সলসবেরী।

৯. প্রশ্ন : শ্রীলংকার প্রাচীন নাম কি?
উত্তর : সিংহল।

১০. প্রশ্ন : ভোলপোগ্রাদের প্রাচীন নাম কি?
উত্তর : স্ট্যালিনগ্রাদ।

১১. প্রশ্ন : নেদারল্যান্ডের প্রাচীন নাম কি?
উত্তর : হল্যান্ড।

১২. প্রশ্ন : সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি?
উত্তর : হেলবেটিয়া।

১৩. প্রশ্ন : মানচুরিয়ার প্রাচীন নাম কি?
উত্তর : মানচুকিয়ো।

১৪. প্রশ্ন : তাঞ্জিয়ার প্রাচীন নাম কি?
উত্তর : জাঞ্জিবার ও ট্যাঙ্গনিয়া।
 
১৫. প্রশ্ন : হো চি মিনি নিটির প্রাচীন নাম কি?
উত্তর : সায়াগন।

১৬. প্রশ্ন : হাওয়াই দীপপুঞ্জের প্রাচীন নাম কি?
উত্তর : স্যান্ডউইচ দীপপুঞ্জ।

১৭. প্রশ্ন : কেপ কেনেডির প্রাচীন নাম কি?
উত্তর : কেপ কেনভিরাল।

১৮. প্রশ্ন : অসলোর প্রাচীন নাম কি?
উত্তর : খ্রিস্টান।

১৯. প্রশ্ন : চীনের প্রাচীন নাম কি?
উত্তর : ক্যামে।

২০. প্রশ্ন : ঢাকার প্রাচীন নাম কি?
উত্তর : জাহাঙ্গীরনগর।

এসইউ/আরআইপি