ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

ফাতিমা বেগমের স্বপ্ন সফল হলো যেভাবে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১১ এএম, ১০ ডিসেম্বর ২০২০

বেনজির আবরার

দেশের প্রথম আন্তর্জাতিক ক্রসবর্ডার মার্কেটপ্লেসের নাম কি? প্রশ্নটি করলে অনেক ই-কমার্স বোদ্ধাও হয়তো থমকে যাবেন! উত্তরটা আদি ডটকম ডটবিডি (Aadi.com.bd)। ক্রসবর্ডার মার্কেটপ্লেস বলার কারণ, দেশের পণ্য বাইরের দেশ থেকে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন আদি ডটকমের মাধ্যমে!

আদি ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাতিমা বেগম লংকাবাংলা ফাইন্যান্সে প্রথম চাকরি করেন ২০০৭ সালে। এরপর কাজ করেছেন ইস্টার্ন ব্যাংকে। ব্র্যাক-ইপিএলে ট্রেজারি ম্যানেজার ছিলেন চার বছর। এরপর প্রাইম ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজার পদে দুই বছর কাটান!

২০১৬ সালে যখন কাজ করছেন ব্যাংক ইন্ড্রাস্টিতে; তখন সমমনা কয়েকজন তরুণ মিলে চিন্তা করছিলেন একদম ভিন্ন কিছুর! ফ্যাশন ট্রেন্ড কি চলছে, তা নিয়ে যেমন চলছিল ভাবনা; তেমনই ঢাকার আদি বিষয়াদী মাথায় রেখে ২০১৮ সালে শুরু করেন আদি ডটকমের কাজ। বাংলাদেশের ব্র্যান্ডগুলোর বৈশ্বিক প্রচারণার প্রথম আইডিয়া, হয়েছেও তাই।

আদি ডটকম পৃথিবীতে পরিচিত হলো বছর ঘুরতেই। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি ২০১৯ বিশ্বকাপেই নিলো পৃথিবীর বহু দেশ থেকে। প্রবাসী বাংলাদেশিদের কাছে এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি! এ পর্যন্ত ২৫টি দেশ থেকে অর্ডার এসেছে। সবগুলোরই সফলভাবে হোম ডেলিভারি হয়েছে। অনলাইনে আদির পণ্য কিনতে ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ব্যবহার করছেন নিয়মিত।

আদি ডটকমের প্রধান নির্বাহী ফাতিমা বেগম বলেন, ‘আমরা আশাতীত সাফল্য পাচ্ছি। তারপরও কিছু প্রেক্ষাপটে অনেক কাজ এবং সাফল্যের হার বাড়াতে হবে। আমরা কোভিডে কোনো কর্মচারী ছাঁটাই করিনি বরং লোক নিয়েছি। যাদের আমাদের সেক্টরে দরকার। আমরা কোনো ভুল পণ্য গ্রাহককে দেই না। কোয়ালিটি কন্ট্রোলের জন্য আমরা জনপ্রিয়। গ্রাহক অর্ডার করলে তার কাছে ঠিক জিনিসটি পৌঁছানোকে প্রাধান্য দেই। সময় হয়তো বেশি লাগে। তবুও এটাই ঠিক মনে করছি।’

ফাতিমা বেগম যোগ করলেন, ‘সার্ভিস ইজ দ্য কি টু সারভাইভাল’। মনে হলো, এক দূরদর্শী নারী উদ্যোক্তা যেন তার স্বপ্নের সবই বললেন। ততক্ষণে আমরা জানলাম, দেশের ৫১৫টি ব্র্যান্ড যুক্ত আদি ডটকমের সঙ্গে। যাদের পণ্য আদি ডটকম থেকে কেনা যায় দেশ ও দেশের বাইরে থেকে।

ফাতিমা আরও বলেন, ‘আমি যেমন ফাইন্যান্সে কাজ করেছি, অপারেশন বুঝেছি, লোন-মর্টগেজ কিভাবে হয়; তা জেনেছি। সব শেষে নিজের প্লাটফর্ম রান করছি। ঠিক এমন যেন বড় ভাবনা থাকে তরুণ উদ্যোক্তাদের। নয়তো হুট করে এলাম, উদ্যোক্তা হয়ে ফেল করলাম- এমন হওয়ার আশঙ্কা বাড়ে। একটু পরীক্ষার দরকার সব সময়।’

তরুণদের জন্য ফাতিমা বেগম বলেন, ‘আমি আশা করি, ক্রসবর্ডার কী? এটা তরুণরা বুঝবেন। তারা ই-কমার্স জবের প্রতি আগ্রহী হবেন। এসব কিছু মাথায় রেখেই কাজের পরিবেশ সাজাই। আমাদের গল্পগুলো আরও প্রাণ পাবে নিকট ভবিষ্যতেই।’

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন