ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

চাকরি পেতে প্রতারক থেকে সাবধান

প্রকাশিত: ০৭:০১ এএম, ০৯ নভেম্বর ২০১৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এখন শুরু হয়েছে মৌখিক পরীক্ষা।

এসময় এক শ্রেণির প্রতারক চক্র চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই সকলকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়।

এছাড়া নিয়োগ সংক্রান্ত সরকারি বিধি ও নীতিমালা অনুসরণ করে লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর স্বয়ংক্রিয় পদ্ধতিতে যোগ করে উপজেলাওয়ারী শূন্য পদের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হয়।

এসইউ/পিআর