ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৫ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০৪:৫৩ এএম, ০৫ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘মানবদেহ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : প্রসাব হলুদ দেখায় কেন?
উত্তর : বিলিরুবিনের জন্য।

২. প্রশ্ন : অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিণত হয় কোথায়?
উত্তর : যকৃতে।

৩. প্রশ্ন : মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে কী?
উত্তর : হরমোন।

৪. প্রশ্ন : ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে?
উত্তর : ইনসুলিন।

৫. প্রশ্ন : পিত্তরস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায়?
উত্তর : ডিওডেনামে।

৬. প্রশ্ন : মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
উত্তর : যকৃত।

৭. প্রশ্ন : চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তর : লেকরিমাল গ্রন্থি থেকে।

৮. প্রশ্ন : নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার?
উত্তর : ১২৫ মিটার।

৯. প্রশ্ন : একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে?
উত্তর : ০.৪ সেকেন্ড।

১০. প্রশ্ন : শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ?
উত্তর : কিডনি।

১১.প্রশ্ন : একজন স্ত্রীলোক জননকালে প্রতিমাসে কয়টি ডিম্ব উৎপাদন করে?
উত্তর : ১ টি।

১২. প্রশ্ন : প্রসাব প্রস্তুত হয় কোথায়?
উত্তর : কিডনিতে।

১৩. প্রশ্ন : থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত প্রাণরসের নাম কী?
উত্তর : থাইরক্সিন।

১৪. প্রশ্ন : চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি?
উত্তর : রেটিনা।

১৫. প্রশ্ন : আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস?
উত্তর : পেপসিন।

১৬. প্রশ্ন : বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোগস্থলের পর্দাটির নাম কি?
উত্তর : টিস্প্যানিক পর্দা।

১৭. প্রশ্ন : জীবদেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ?
উত্তর : কার্বন।

১৮. প্রশ্ন : যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কী রূপে?
উত্তর : গ্লাইকোজেন রূপে।

১৯. প্রশ্ন : প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি?
উত্তর : দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা।

২০. প্রশ্ন : কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয়?
উত্তর : প্যারা থরমোন।

এসইউ/পিআর