ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ৩১ অক্টোবর ২০১৫

প্রকাশিত: ০৫:১৪ এএম, ৩১ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : আদি যুগে লোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যক নিদর্শন কোনটি?
উত্তর : ডাক ও খনার বচন।

২. প্রশ্ন : শ্রী চৈতন্যের নামানুসারে মধ্য যুগের বিভাজন কিরূপ?
উত্তর : চৈতন্য পূর্ববর্তী যুগ, চৈতন্য যুগ ও চৈতন্য পরবর্তী যুগ।

৩. প্রশ্ন : চৈতন্য পূর্ববর্তী যুগের সময়সীমা কোনটি?
উত্তর : ১২০১-১৫০০ খ্রিস্টাব্দ।

৪. প্রশ্ন : চৈতন্য যুগের সময়সীমা কোনটি?
উত্তর : ১৫০১-১৬০০ খ্রিস্টাব্দ।

৫. প্রশ্ন : চৈতন্য পরবর্তী যুগের সময়সীমা কোনটি?
উত্তর : ১৬০১-১৮০০ খ্রিস্টাব্দ।

৬. প্রশ্ন : আধুনিক যুগের উদগাতা কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

৭. প্রশ্ন : কোন সময়কে অবক্ষয়ের যুগ বলা হয়?
উত্তর : ১৭৬০-১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

৮. প্রশ্ন : বাংলা সাহিত্যের আধুনিক যুগের সময়কাল কয়পর্বে বিভক্ত?
উত্তর : চারটি পর্বে।

৯. প্রশ্ন : আধুনিক যুগের চারটি পর্ব কী কী?
উত্তর : প্রস্তুতি পর্ব, বিকাশ পর্ব, রবীন্দ্র পর্ব ও অতি-আধুনিক যুগ।

১০. প্রশ্ন : প্রস্তুতি পর্বের সময়সীমা কোনটি?
উত্তর : ১৮০১-১৮০৫ খ্রিস্টাব্দ।

১১. বিকাশ পর্বের সময়সীমা কোনটি?
উত্তর : ১৮৫১-১৯০০ খ্রিস্টাব্দ।

১২. প্রশ্ন : রবীন্দ্র পর্বের সময়সীমা কোনটি?
উত্তর : ১৯০১-১৯৪০ খ্রিস্টাব্দ।

১৩. অতি-আধুনিক যুগের সময়সীমা কোনটি?
উত্তর : ১৯০১ থেকে বর্তমান সময় পর্যন্ত।

১৪. প্রশ্ন : আধুনিক যুগ কোন সময় পর্যন্ত বিস্তৃত?
উত্তর : ১৮০১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত।
 
১৫. প্রশ্ন : যুগসন্ধিক্ষণের কবি কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।

১৬. প্রশ্ন : ব্রজবুলি ভাষার উদ্ভব হয় কখন?
উত্তর : কবি বিদ্যাপতি যখন মৈথিলী ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন।
 
১৭. প্রশ্ন : ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা?
উত্তর : মৈথিলী এবং বাংলার মিশ্রণে সৃষ্ট ভাষা।

১৮. প্রশ্ন : ব্রজবুলি কোন স্থানের উপভাষা?
উত্তর : মিথিলার উপভাষা।

১৯. প্রশ্ন : বাংলা ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন?
উত্তর : কৃত্তিবাস।

২০. প্রশ্ন : রামায়ণের আদি রচয়িতা কে?
উত্তর : কবি বাল্মীকি।

এসইউ/এমএস