ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৯ অক্টোবর ২০১৫

প্রকাশিত: ০৫:০৯ এএম, ২৯ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : চর্যাপদের পুঁথি নেপালে যাওয়ার কারণ কী?
উত্তর : তুর্কি আক্রমণকারীদের ভয়ে পণ্ডিতগণ তাদের পুঁথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরণার্থী হয়েছিলেন।

২. প্রশ্ন : সর্বমোট কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে?
উত্তর : সাড়ে ছেচল্লিশটি।

৩. প্রশ্ন : সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন?
উত্তর : কাহ্নপা- ১৩টি।

৪. প্রশ্ন : চর্যাপদের রচয়িতা কারা?
উত্তর : কাহ্নপা, লুইপা, কুক্কুরীপা, ঢেন্ডনপা, ভুসুকুপা, সরহপাসহ মোট ২৪ জন।

৫. প্রশ্ন : চর্যাপদ কোন সময়ে রচিত?
উত্তর : সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে।

৬. প্রশ্ন : চর্যার পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়?
উত্তর : বাংলা, হিন্দী, মৈথিলী, অসমীয় ও উড়িয়া ভাষায়।

৭. প্রশ্ন : রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন কারা?
উত্তর : উমাপতিধর, শরণ, ধোয়ী, গোবর্ধন আচার্য ও জয়দেব।

৮. প্রশ্ন : বাংলা ছাড়া কোন কোন কাব্যগ্রন্থে বাঙালি জীবনের চিত্র রয়েছে?
উত্তর : গাথা সপ্তপদী ও প্রাকৃত পৈঙ্গলের।

৯. প্রশ্ন : চণ্ডীদাস সমস্যা কী?
উত্তর : বাংলা সাহিত্যে একাধিক পদকর্তা নিজেকে চণ্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যা সৃষ্টি করেছেন- তাই চণ্ডীদাস সমস্যা।

১০. প্রশ্ন : ‘কীর্তিলতা’, ‘পুরুষ পরীক্ষা’ ও ‘বিভাগসার’ প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে?
উত্তর : মিথিলার কবি বিদ্যাপতি।

১১. প্রশ্ন : ‘কবীন্দ্রবচন সমুচ্চয়’ ও ‘সদুক্তি কর্ণামৃত’ কাব্য কোন যুগে রচিত?
উত্তর : সেনযুগে।

১২. প্রশ্ন : বাংলা সাহিত্যে স্বীকৃত চণ্ডীদাস কয়জন?
উত্তর : তিনজন।

১৩. প্রশ্ন : তিনজন চণ্ডীদাসের নাম কী?
উত্তর : বড়ু চণ্ডীদাস, দ্বীজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস।

১৪. প্রশ্ন : বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
উত্তর : বড়ু চণ্ডীদাস।

১৫. প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়?
উত্তর : পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে।

১৬. প্রশ্ন : মধ্যযুুগের বাংলা সাহিত্যের প্রধান ধারা কয়টি?
উত্তর : দুটি।

১৭. প্রশ্ন : মধ্যযুুগের বাংলা সাহিত্যের প্রধান ধারা দুটি কী?
উত্তর : কাহিনিমূলক ও গীতিমূলক।

১৮. প্রশ্ন : ‘গীত গোবিন্দ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর : জয়দেব।

১৯. প্রশ্ন : ব্রজবুলি ভাষার বিখ্যাত কবির নাম কী?
উত্তর : বিদ্যাপতি এবং জয়দেব।

২০. প্রশ্ন : চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি কে?
উত্তর : ভারতচন্দ্র রায় গুণাকর।

এসইউ/এমএস