ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৪ অক্টোবর ২০১৫

প্রকাশিত: ০৩:৪৯ এএম, ২৪ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিশ্বের বিখ্যাত জলপ্রপাত ও গিরিপথ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বিশ্বের গভীরতম খাল কোনটি?
উত্তর : পানামা খাল।

২. প্রশ্ন : ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন দেশে?
উত্তর : জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

৩. প্রশ্ন : অ্যাঞ্জেল কোন নদীর জলপ্রপাত?
উত্তর : রিও কেরনি।

৪. প্রশ্ন : পানি পতনের দিক থেকে বিশ্বের প্রধান জলপ্রপাত কোনটি?
উত্তর : গুয়রাইয়া।

৫. প্রশ্ন : গুয়রাইয়া জলপ্রপাতের উচ্চতা কত?
উত্তর : ১৩০ ফুট।

৬. প্রশ্ন : গুয়রাইয়া জলপ্রপাত থেকে গড়ে কি পরিমাণ পানি পতিত হয়?
উত্তর : ৪,৭০,০০০ কিউসেক।

৭. প্রশ্ন : এভারেস্ট পর্বতশৃঙ্গ কোন পর্বতমালায়?
উত্তর : হিমালয়।

৮. প্রশ্ন : এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর : গডউইন অস্টিন।

৯. প্রশ্ন : গডউইন অস্টিন শৃঙ্গের অবস্থান কোন পর্বতশ্রেণিতে?
উত্তর : কারাকোরাম।

১০. প্রশ্ন : ইউরোপের উচ্চতম পর্বতশ্রেণি কোনটি?
উত্তর : আল্পস।

১১. প্রশ্ন : ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি?
উত্তর : আল্পস পর্বতমালা।

১২. প্রশ্ন : ইউরোপের সর্বোচ্চ বিন্দু কোনটি?
উত্তর : এলবুর্জ।

১৩. প্রশ্ন : ইউরোপের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা কত?
উত্তর : ৫৬৪১.৮ মিটার।

১৪. প্রশ্ন : ম্যাককিনলে পর্বতশৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত?
উত্তর : রকি।

১৫. প্রশ্ন : আলপিনা গিরিপথ কোথায় অবস্থিত?
উত্তর : কলরাডো ।

১৬. প্রশ্ন : আলপিনা গিরিপথের উচ্চতা কত?
উত্তর : ১৩,৫৫০ ফুট।

১৭. প্রশ্ন : সেন্ট বার্নার্ড গিরিপথ কোথায় অবস্থিত?
উত্তর : সুইস আল্পস।

১৮. প্রশ্ন : সেন্ট বার্নার্ড গিরিপথের উচ্চতা কত?
উত্তর : ৮,১০০ ফুট।

১৯. প্রশ্ন : সেন্ট গথার্ড গিরিপথ কোথায় অবস্থিত?
উত্তর : সুইস আল্পস।

২০. প্রশ্ন : সেন্ট গথার্ড গিরিপথের উচ্চতা কত?
উত্তর : ৬,৯৩৯ ফুট।

এসইউ/আরআইপি

আরও পড়ুন