ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

কাজের পরিবেশ কেমন হওয়া উচিত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৪ জুন ২০২০

চলতি মাসের শুরু থেকেই বেশ কিছু প্রতিষ্ঠান অফিসে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। যেগুলো এখনো বন্ধ, সেগুলোও খোলার প্রস্তুতি চলছে। তবে বাসায় কাজ চালিয়ে নেওয়ার মতো প্রতিষ্ঠানেরও অভাব নেই। তাই বাসা বা অফিস, যেখানে বসেই কাজ করেন না কেন, কাজের মান কিন্তু নির্ভর করে পরিবেশের ওপর। ফলে জেনে নিন কাজের মান বাড়াতে পরিবেশ কেমন হওয়া উচিত-

ডেস্ক পরিষ্কার: অনেকে একটু ছড়ানো ছিটোনোভাবে কাজ করতে পছন্দ করেন। অনেকে একদম পরিপাটি ডেস্ক না হলে কাজে মন বসাতে পারেন না। তবে খুব অপরিচ্ছন্ন ডেস্ক না রাখাই ভালো। তাতে দরকারি জিনিসটা আসল সময়ে খুঁজে পাওয়া যায় না! বাসায় বসে কাজ করলেও একটি নির্দিষ্ট স্থান বেছে নিন, যেখানে সব কিছু গুছিয়ে রাখতে পারবেন।

jagonews24

কাজের সময়: অফিস অ্যাটেন্ডেন্স অনুযায়ী সময়ের খেয়াল রাখতে হবে। বাসায় বসে কাজ করলেও কাজের সময়সীমা গুলিয়ে ফেলবেন না। বাসায় সংসারের খেয়াল রাখতে গিয়ে অফিসের নির্দিষ্ট সময় অতিক্রম করবেন না। এটি প্রতিদিন হলে ঝামেলা। তাই চেষ্টা করুন, ঠিক সময়ে কাজ শুরু করে ঠিক সময়েই শেষ করার।

পরিবেশ শান্ত: বাসায় বসে কাজ করলে অসুবিধাই বেশি। কেননা পাশের ঘরে টিভি, শিশুর চিৎকার, সদস্যদের গল্প-এসব কাজের পক্ষে খুব একটা অনুকূল নয়। তাই এ ব্যাপারে বাসার সবার সাথে আলাপ করে নিতে পারেন। অফিসের কাজের সময়টুকু যেন পরিবেশ শান্ত থাকে।

jagonews24

আলো-বাতাস: প্রাকৃতিক আলোয় কাজ করলে মাথা আর চোখের উপর চাপ কম পড়ে। তাই বাসায় কাজ করলেও স্বাভাবিক আলো নিশ্চিত করবেন। জানালার কাছে বা ব্যালকনিতে বসেও কাজ করতে পারেন। এ ছাড়া ডেস্কে ছোট গাছ বা ফুল রাখলেও মন ভালো থাকে, কাজের মানও বাড়ে।

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন