ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২১ অক্টোবর ২০১৫

প্রকাশিত: ০৫:১৬ এএম, ২১ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিশ্বের বিখ্যাত হ্রদ ও জলপ্রপাত’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : সুপিরিয়র হ্রদটি কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্র ও কানাডা।

২. প্রশ্ন : জর্ডানের ডেড সি কোন ধরনের হ্রদ?
উত্তর : সুপেয় পানির হ্রদ।

৩. প্রশ্ন : কাস্পিয়ান সাগর কোথায় অবস্থিত?
উত্তর : আজারবাইজান ও ইরান।

৪. প্রশ্ন : ভিক্টোরিয়া হ্রদটির অবস্থান কোথায়?
উত্তর : উগান্ডা, কেনিয়া ও তাঞ্জানিয়া।

৫. প্রশ্ন : আরল হ্রদটি কোথায় অবস্থিত?
উত্তর : রাশিয়া।

৬. প্রশ্ন : গুরন হ্রদটি কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্র ও কানাডা।

৭. প্রশ্ন : মিসিগান হ্রদটি কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্র।

৮. প্রশ্ন : বৈকাল হ্রদটি কোথায় অবস্থিত?
উত্তর : দক্ষিণ সাইবেরিয়া।

৯. প্রশ্ন : টাঙ্গানিকা হ্রদের অবস্থান কোথায়?
উত্তর : কঙ্গো, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি।

১০. প্রশ্ন : গ্রেট বিয়ার হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : কানাডা।

১১. প্রশ্ন : গ্রেট স্নেভ হ্রদটি কোথায় অবস্থিত?
উত্তর : কানাডা।

১২. প্রশ্ন : নায়াসা হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : মালাবি, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি।
 
১৩. প্রশ্ন : ইরি হ্রদটি কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্র ও কানাডা।

১৪. প্রশ্ন : অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : ভেনিজুয়েলা।

১৫. প্রশ্ন : মঙ্গেফসেন জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : নরওয়ে।

১৬. প্রশ্ন : কিউকুয়েনা জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : ভেনিজুয়েলা।

১৭. প্রশ্ন : উটিগার্ড জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : নরওয়ে।

১৮. প্রশ্ন : সাদারল্যান্ড জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : নিউজিল্যান্ড।

১৯. প্রশ্ন : টাকাকো জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : ব্রিটিশ কলোম্বিয়া।

২০. প্রশ্ন : রিবন ইয়োসিমাইট জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : ক্যালিফোর্নিয়া।

এসইউ/পিআর