ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৯ অক্টোবর ২০১৫

প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৯ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিশ্বের বিখ্যাত হ্রদ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : কাস্পিয়ান হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : এশিয়া-ইউরোপ।

২. প্রশ্ন : কাস্পিয়ান হ্রদের গভীরতা কত?
উত্তর : ৩,৩৬৩ ফুট।

৩. প্রশ্ন : সুপিরিয়র হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা।

৪. প্রশ্ন : সুপিরিয়র হ্রদের গভীরতা কত?
উত্তর : ১৩৩০ ফুট।

৫. প্রশ্ন : ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : আফ্রিকা।

৬. প্রশ্ন : ভিক্টোরিয়া হ্রদের গভীরতা কত?
উত্তর : ২৭০ ফুট।

৭. প্রশ্ন : হুরন হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা।

৮. প্রশ্ন : হুরন হ্রদের গভীরতা কত?
উত্তর : ৭৫০ ফুট।

৯. প্রশ্ন : মিসিগান হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা।

১০. প্রশ্ন : মিসিগান হ্রদের গভীরতা কত?
উত্তর : ৯২৩ ফুট।

১১. প্রশ্ন : আরল হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : এশিয়া।

১২. প্রশ্ন : আরল হ্রদের গভীরতা কত?
উত্তর : ২২০ ফুট।

১৩. প্রশ্ন : ট্যাঙ্গানিকা হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : আফ্রিকা।

১৪. প্রশ্ন : ট্যাঙ্গানিকা হ্রদের গভীরতা কত?
উত্তর : ৪,৮২৩ ফুট।

১৫. প্রশ্ন : বৈকাল হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : এশিয়া।

১৬. প্রশ্ন : বৈকাল হ্রদের গভীরতা কত?
উত্তর : ৫,৩১৫ ফুট।

১৭. প্রশ্ন : গ্রেট বিয়ার হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা।

১৮. প্রশ্ন : গ্রেট বিয়ার হ্রদের গভীরতা কত?
উত্তর : ১,৪৬৩ ফুট।

১৯. প্রশ্ন : নায়াসা হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : আফ্রিকা।

২০. প্রশ্ন : নায়াসা হ্রদের গভীরতা কত?
উত্তর : ২,২৮০ ফুট।

এসইউ/এমএস