ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৫ অক্টোবর ২০১৫

প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৫ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘সভ্যতার ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : রোমান সভ্যতার পতন ঘটে কবে?
উত্তর : ৪৭৬ খ্রিস্টাব্দে।

২. প্রশ্ন : কার শাসনামলে রোমে দাস প্রথার বিলুপ্তি ঘটে?
উত্তর : অগাস্টাসের।

৩. প্রশ্ন : ইসলামের আবির্ভাব ঘটে কোন সময়কালে?
উত্তর : সপ্তম শতাব্দীতে।

৪. প্রশ্ন : ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : হযরত মুহাম্মদ (স.)।

৫. প্রশ্ন : কোন শব্দ থেকে আরব শব্দটির উৎপত্তি হয়েছে?
উত্তর : আরাবাত শব্দ থেকে।

৬. প্রশ্ন : আরাবাত শব্দের অর্থ কি?
উত্তর : বৃক্ষলতাহীন মরুভূমি।

৭. প্রশ্ন : ইসলামের সর্বপ্রথম ঘর কোনটি?
উত্তর : কাবা।

৮. প্রশ্ন : কাবাগৃহে কতটি দেব-দেবীর মূর্তি ছিল?
উত্তর : ৩৬০ টি।

৯. প্রশ্ন : হুদায়বিয়া কিসের নাম?
উত্তর : একটি কূপের নাম।

১০. প্রশ্ন : দারুন নদওয়া কি?
উত্তর : কুরাইশদের মন্ত্রণাগৃহ।

১১. প্রশ্ন : ইসলামের ইতিহাসে আনসার নামে অভিহিত কারা?
উত্তর : মদিনার স্বার্থত্যাগী মুসলমানরা।

১২. প্রশ্ন : কবে থেকে হিজরি সাল গণনা শুরু হয়?
উত্তর : ৬২২ সাল থেকে।

১৩. প্রশ্ন : কার সময় থেকে হিজরি সাল গণনা শুরু হয়?
উত্তর : হযরত ওমর (রা.)।

১৪. প্রশ্ন : ইসলামের সর্বপ্রথম মসজিদ কোথায় নির্মিত হয়?
উত্তর : কুবায়।

১৫. প্রশ্ন : ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম কি?
উত্তর : মসজিদে কুবা।

১৬. প্রশ্ন : ইসলামের সর্বপ্রথম শিক্ষাকেন্দ্র কোনটি?
উত্তর : দারুল আরকাম, মদিনা।

১৭. প্রশ্ন : দক্ষিণ আমেরিকায় কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর : ইনকা সভ্যতা।

১৮. প্রশ্ন : ইনকা সভ্যতার স্থপতি কে ছিলেন?
উত্তর : মানকো কাপেন।

১৯. প্রশ্ন : সর্বপ্রথম কারা জল সেচের পদ্ধতি আবিষ্কার করেছিলেন?
উত্তর : ইনকারা।

২০. প্রশ্ন : কত শতাব্দীতে ইনকা সভ্যতা ধ্বংস হয়?
উত্তর : ষোড়শ শতাব্দীতে।

এসইউ/এমএস

আরও পড়ুন