ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৮ সেপ্টেম্বর ২০১৫

প্রকাশিত: ০৫:৪৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে কাজী নজরুলেইসলাম কোন কবিতাটি লেখেন?
উত্তর : কাণ্ডারি হুঁশিয়ার।

২. প্রশ্ন : ‘তার প্রেমে কি সুখ হতো সে যদি ভালোবাসিত’- গানের রচয়িতা কে?
উত্তর : শ্রীধর কথক।

৩. প্রশ্ন : বাংলাদেশের রণ সংগীত কোন কবিতার অংশবিশেষ?
উত্তর : ‘চল্ চল্ চল্’ কবিতার।

৪. প্রশ্ন : রণ সংগীতটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর : শিখা পত্রিকায়।

৫. প্রশ্ন : কোনো অনুষ্ঠানে রণ সংগীতের কত লাইন বাজানো হয়?
উত্তর : ২১ লাইন।

৬. প্রশ্ন : কোন সড়ককে ‘নাটক সরণি’ বলা হয়?  
উত্তর : বেইলী রোডকে।

৭. প্রশ্ন : বাংলাদেশের ক্রীড়া সংগীত কোনটি?
উত্তর : ‘বাংলাদেশের দুরন্ত সন্তান অমরা দুর্দম দুর্জয়।’

৮. প্রশ্ন : প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র কোনটি?
উত্তর : সংবাদ প্রভাকর।

৯. প্রশ্ন : ‘বনফুল’ কার ছদ্মনাম?  
উত্তর : বলাইচাঁদ মুখোপাধ্যায়ের।
 
১০. প্রশ্ন : শওকত ওসমানের আসল নাম কী?  
উত্তর : শেখ আজিজুর রহমান।

১১. প্রশ্ন : ‘ভিশন-২০২১’ কী?
উত্তর : ২০২১ সালের মধ্যে মাথাপিছু আয় ১ হাজার ডলারে উন্নীত করার ঘোষণা।

১২. প্রশ্ন : ‘অপারেশন ডাল-ভাত’ কী?   
উত্তর : নায্যমূল্য ও সঠিক মাপে খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচি।

১৩. প্রশ্ন : ‘সোয়াচ আব নো গ্রাউন্ড’ খাদটি কোথায় অবস্থিত?  
উত্তর : বঙ্গোপসাগরে।

১৪. প্রশ্ন : বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কারক কে?  
উত্তর : ড. শুভ রায়, বাংলাদেশ।

১৫. প্রশ্ন : বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত?
উত্তর : ভাটিয়ারি, চট্টগ্রাম।

১৬. প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?  
উত্তর : পুয়েটো উইলিয়াম, চিলি।

১৭. প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?  
উত্তর : চিলি।

১৮. প্রশ্ন : কোনটি এশিয়ার বৃহত্তম নদী?  
উত্তর : ইয়াংসিকিয়াং।

১৯. প্রশ্ন : ‘Burning issue’- কথাটির অর্থ কী?
উত্তর : ব্যাপক আলোচিত বিষয়।

২০. প্রশ্ন : ‘I die, you to live- which is better only god knows’- উক্তিটি কার?
উত্তর : সক্রেটিসের।

# আজকের সাধারণ জ্ঞান : ১৬ সেপ্টেম্বর ২০১৫

এসইউ/এমএস