ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৩ সেপ্টেম্বর ২০১৫

প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয় নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
উত্তর : ট্রিগভেলি (নরওয়ে)।

২. প্রশ্ন : ‘সিনহুয়া’ কোন দেশের সংবাদ সংস্থা?  
উত্তর : চীনের।

৩. প্রশ্ন : ‘দ্য লাস্ট সাপার’ চিত্রটির চিত্রকর কে?
উত্তর : লিওনার্দো দ্য ভিঞ্চি।  

৪. প্রশ্ন : উইকিলিকসের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : জুলিয়ান অ্যাসাঞ্জ।

৫. প্রশ্ন : আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে?
উত্তর : ৪ জুলাই ১৭৭৬।

৬. প্রশ্ন : ‘আরব বসন্ত’ প্রথম কোন দেশে শুরু হয়?
উত্তর : তিউনিসিয়ায়।

৭. প্রশ্ন : জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বপ্রথম বাংলা ভাষায় বক্তৃতা দেন কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৮. প্রশ্ন : কোন মহিলা শান্তিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হন?
উত্তর : বাতাভন সুটনার।

৯. প্রশ্ন : IMF প্রতিষ্ঠার ব্যাপারে কোন দেশে চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : যুক্তরাষ্ট্রে।
 
১০. প্রশ্ন : শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম মহিলার নাম কী?
উত্তর : শিরিন এবাদি।

১১. প্রশ্ন : কত সালে বাংলাদেশ ইন্টারপোলের সদস্য হয়?
উত্তর : ১৯৭৬।

১২. প্রশ্ন : ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত?
উত্তর : চীনে।

১৩. প্রশ্ন : জাতিসংঘ সনদের রচয়িতা কে?
উত্তর : Archibald Macleish.

১৪. প্রশ্ন : ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি কবে শুরু করে?
উত্তর : ১৯৫০ সালে।

১৫. প্রশ্ন : পেট্রল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উত্তর : নিকোলাস অটো।

১৬. প্রশ্ন : পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়?
উত্তর : প্রশান্ত মহাসাগর।

১৭. প্রশ্ন : মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন?
উত্তর : যুক্তরাষ্ট্রের।

১৮. প্রশ্ন : জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক?
উত্তর : জ্যামাইকা।

১৯. প্রশ্ন : মাইকেল এঞ্জেলা কে?
উত্তর : ইতালির বিখ্যাত চিত্রকর, ভাস্কর ও কবি।

২০. প্রশ্ন : বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়?
উত্তর : অক্টোবর মাসের প্রথম সোমবার।

# আজকের সাধারণ জ্ঞান : ১২ সেপ্টেম্বর ২০১৫

এসইউ/পিআর