ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিতে চাইলে

প্রকাশিত: ০৬:২২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিতে পারেন। ৮৮তম ব্যাচে সিপাহী (জিডি) পদে ভর্তির লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজিবি। আগ্রহীরা আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এসএমএস পাঠানোর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

পদের নাম: সিপাহী (জিডি)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-২.৫০ পেতে হবে।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী ৪,৫০০-৯,০৯৫ টাকা।
বয়স: ১০ জানুয়ারি ২০১৬ তারিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৩ বছর।

শারীরিক যোগ্যতা:
উচ্চতা:
পুরুষ: ১.৬৭৬ মিটার, উপজাতিদের ক্ষেত্রে ১.৬২৫ মিটার
মহিলা: ১.৫৭৪ মিটার, উপজাতিদের ক্ষেত্রে ১.৫২৪ মিটার

ওজন:
পুরুষ: ৪৯.৮৯৫ কেজি, উপজাতিদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি
মহিলা: ৪৭.০০০ কেজি, উপজাতিদের ক্ষেত্রে ৯৬ পাউন্ড

বুকের মাপ:
পুরুষ: ৮১.২৮-৮৬.৩৬ সে.মি, উপজাতিদের ক্ষেত্রে ৭৬.২০-৮১.২৮ সে.মি
মহিলা: স্বাভাবিক ০.৭১ মিটার, স্ফীত ০.৭৬ মিটার

দৃষ্টিশক্তি: উভয়ক্ষেত্রে ৬/৬
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

ভর্তির তারিখ ও স্থান: এসএমএসের মাধ্যমে জানানো হবে।

রেজিস্ট্রেশন: আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৬ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ইংরেজিতে এসএমএস পাঠানোর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বিস্তারিত জানতে: ভর্তি সংক্রান্ত কোনো তথ্য জানতে www.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সূত্র: কালের কণ্ঠ, ০৭ সেপ্টেম্বর ২০১৫

# বিশ্ব ব্যাংকে চাকরির সুযোগ
# যমুনা গ্রুপে চাকরি করতে চাইলে
# ১১ পদে জনবল নেবে সাহাবউদ্দিন মেডিকেল
# প্যাসিফিক ফার্মাসিউটিক্যালসে চাকরি
# কোহিনূর কেমিক্যালে চাকরির সুযোগ

এসইউ/পিআর