ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৬ আগস্ট ২০১৫

প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২৬ আগস্ট ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ‘কিশোর কবি’ কার উপাধি?
উত্তর : সুকান্ত ভট্টাচার্য।

২. প্রশ্ন: বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?   
উত্তর : সত্যেন্দ্রনাথ দত্ত।

৩. প্রশ্ন: ‘ইয়ং বেঙ্গল’ কারা?
উত্তর : ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক।

৪. প্রশ্ন : দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
উত্তর : বিয়ে পাগলা বুড়ো।

৫. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
উত্তর : মীর মোশাররফ হোসেন।

৬. প্রশ্ন : বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায়?
উত্তর : কুমিল্লায়।

৭. প্রশ্ন : বাংলার নাম জান্নাতাবাদ রাখেন কে?
উত্তর : সম্রাট হুমায়ুন।

৮. প্রশ্ন : চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে কারা?
উত্তর : মারমা উপজাতি।

৯. প্রশ্ন : ‘সোনারগাঁও’র পুরাতন নাম কী?
উত্তর : সুবর্ণগ্রাম।

১০. প্রশ্ন : পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ২ ডিসেম্বর ১৯৯৭।

১১. প্রশ্ন : উপমহাদেশের শেষ ভাইসরয় ছিলেন কে?
উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন।

১২. প্রশ্ন : পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
উত্তর : ভূমিকম্প।

১৩. প্রশ্ন : আয়তনে ওশেনিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : অস্ট্রেলিয়া।

১৪ প্রশ্ন : মিন্দানাও দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তর : ফিলিপাইনে।

১৫. প্রশ্ন : আমাদের দেহকোষ রক্ত থেকে কী গ্রহণ করে?
উত্তর : অক্সিজেন ও গ্লুকোজ।

১৬. প্রশ্ন : সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
উত্তর : ফ্যাদোমিটার।

১৭. প্রশ্ন : কচুতে কী উপাদান রয়েছে?  
উত্তর : ক্যালসিয়াম অক্সালেট ও লৌহ।

১৮. প্রশ্ন : চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে কোনো এক পরিবারের চিনি খাওয়া কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
উত্তর : ১৬.৬৭%।

১৯. প্রশ্ন : ‘Diamond cuts diamond’- কথাটির অর্থ কি?
উত্তর : রতনে রতন চেনে।

২০. প্রশ্ন : Wi-Fi এর পূর্ণরূপ কি?
উত্তর : Wireless Fidelity.

# আজকের চাকরি : ২৫ আগস্ট ২০১৫

# ভূমি সংস্কার বোর্ডে চাকরি
# কনকর্ড এপেক্সে চাকরির সুযোগ
# ১৭ পদে জনবল নেবে বার্ড 
# চাকরির প্রস্তুতি : সাধারণ জ্ঞান

এসইউ/এমএস