ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

বিএটি’র এশিয়া ও মধ্যপ্রাচ্যের মানবসম্পদ প্রধান হলেন রুমানা রহমান

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এশিয়া প্যাসিফিক এবং মধ্যপ্রাচ্যের মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রুমানা রহমান। আগামী ১৫ ফেব্রুয়ারি তিনি পদের দায়িত্ব নেবেন।

প্রথম বাংলাদেশী হিসেবে রুমানা রহমান এই পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। এর আগে রুমানা রহমান বিএটি বাংলাদেশে মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে ৭ বছর দায়িত্ব পালন করেছেন।

রুমানা রহমান ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) সম্পন্ন করেন। এরপর বৃটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডে ব্যবস্থাপনা প্রশিক্ষক হিসেবে যোগদান করেন।

মানবম্পদ বিভাগের দায়িত্ব গ্রহণের পূর্বে রুমানা রহমান এশিয়া প্যাসিফিক অঞ্চলের মানব সম্পদ বিভাগের প্ল্যানিং এন্ড রিপোটিং ব্যবস্থাপক হিসেবে হংকংয়ে কর্মরত ছিলেন। বিএটি বাংলাদেশের উচ্চ পর্যায়ে নিয়োগ পাওয়া প্রথম বাংলাদেশি নারী রুমানা।

মানব সম্পদের সাপ্লাই চেইনসহ বিভিন্ন পর্যায়ে তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। মেধা বাছাই এবং ব্যবসায়িক অংশীদারিত্বে প্রতিযোগিতামূলক উদ্ভাবনও তাকে অনন্য পর্যায়ে নিয়ে গেছে।

এএ

আরও পড়ুন