ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৪ আগস্ট ২০১৫

প্রকাশিত: ০৬:২০ এএম, ২৪ আগস্ট ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন: বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?
উত্তর : বর্ধমান হাউজ।

২. প্রশ্ন: বাংলা একাডেমির ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদনা করেন কে?
উত্তর : ড. মুহাম্মদ শহীদুল্লাহ।   

৩. প্রশ্ন: ‘চার ইয়ারী কথা’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর :  প্রমথ চৌধুরী।

৪. প্রশ্ন: ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা কে?
উত্তর : কোরেশী মাগন ঠাকুর।

৫. প্রশ্ন: ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’- কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে?
উত্তর : অন্নদামঙ্গল কাব্যে।

৬. প্রশ্ন: ‘বাসস’ কি?
উত্তর : একটি সংবাদ সংস্থার নাম।

৭. প্রশ্ন: কতসালে প্রথম বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭২ সালে।

৮. প্রশ্ন: বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন কে?  
উত্তর : খন্দকার মোশতাক আহমদ।

৯. প্রশ্ন : মূল্য সংযোজন কর বাংলাদেশে কবে চালু করা হয়?
উত্তর : ১ জুলাই ১৯৯১।    

১০. প্রশ্ন : ঢাকায় বাংলার সর্বপ্রথম রাজধানী হয় কত সালে?
উত্তর : ১৬১০ সালে।

১১. প্রশ্ন : ‘ইরাটম’ কী?  
উত্তর : উন্নত জাতের ধান।    

১২. প্রশ্ন: ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ কোনটি?
উত্তর : যুক্তরাজ্য।

১৩. প্রশ্ন: কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়?
উত্তর :  জাপানকে।

১৪ প্রশ্ন : বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ কোনটি?
উত্তর:  ইন্দোনেশিয়া।

১৫. প্রশ্ন :  প্রথম নারী হিসাবে এভারেস্ট জয় করেন কে?  
উত্তর :  তাবেই জুনকো (১৯৭৫)।

১৬. প্রশ্ন:  সমুদ্রের বধূ বলা হয়-  
উত্তর :  গ্রেট ব্রিটেনকে।

১৭. প্রশ্ন:  একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
উত্তর :  ১২১ বর্গ মিটার।

১৮. প্রশ্ন:  স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-
উত্তর :  এক সমকোণ।

১৯. প্রশ্ন: CDMA এর পূর্ণরূপ কি?  
উত্তর : Code Divison Multiple Access.

২০. প্রশ্ন: Unstable এর Synonyms কী?  
উত্তর :  Changeable.

এসইউ/এএ/এমএস