আজকের সাধারণ জ্ঞান : ২৩ আগস্ট ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশুনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে?
উত্তর : বেগম সুফিয়া কামাল।
২. প্রশ্ন: ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের।
৩. প্রশ্ন: ‘সকলের জন্য প্রযোজ্য’ এককথায় কি হবে?
উত্তর : সার্বজনীন।
৪. প্রশ্ন: ‘সমাজ ও সমাধান’- গ্রন্থটির লেখক কে?
উত্তর : মোহাম্মদ আকরাম খাঁ।
৫. প্রশ্ন: চর্যাপদ আবিষ্কার করা হয় কোথা থেকে?
উত্তর : নেপালের রাজগ্রন্থশালা থেকে।
৬. প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন নরপতি কে?
উত্তর : শশাঙ্ক।
৭. প্রশ্ন: বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
৮. প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি?
উত্তর : গারো পাহাড়।
৯. প্রশ্ন : বাংলাদেশে নারী শিক্ষার প্রসারের অগ্রদূত কে?
উত্তর : বেগম রোকেয়া সাখাওয়াত
১০. প্রশ্ন : ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল বাংলা কত সালে?
উত্তর : ১১৭৬ বঙ্গাব্দে।
১১. প্রশ্ন : দিন-রাত্রি সর্বত্র সমান হয় কোন রেখায়?
উত্তর : নিরক্ষরেখায়।
১২. প্রশ্ন: বিশ্বের অন্যতম প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা কোন দেশে গড়ে উঠেছিলো?
উত্তর : ইরাক।
১৩. প্রশ্ন: হংকং চীনের পূর্বে কোন দেশের অধীনে ছিলো?
উত্তর : ব্রিটেন।
১৪ প্রশ্ন : ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?
উত্তর: ভূমধ্যসাগর।
১৫. প্রশ্ন : ‘এক দেশ দুই পদ্ধতি নীতি’ চালু কোন দেশে?
উত্তর : চীনে।
১৬. প্রশ্ন: বিন্দুর চলার পথকে কি বলে?
উত্তর : রেখা।
১৭. প্রশ্ন: Liaison-এর উচ্চারণ কী?
উত্তর : লিয়াজোঁ।
১৮. প্রশ্ন: চর্ম ক্যান্সারের জন্য দায়ী কী?
উত্তর : আলট্রাভায়োলেট রশ্মি।
১৯. প্রশ্ন: HTTP এর পূর্ণরূপ কি?
উত্তর : Hyper Text Transfer Protocol.
২০. প্রশ্ন: পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকায় জাতি কোনটি?
উত্তর : পিগমি।
# চাকরির প্রস্তুতি : সাধারণ জ্ঞান
এসইউ/এআরএস/পিআর