প্রাথমিকে নিয়োগ পরীক্ষার মুক্তিযুদ্ধ বিষয়ে প্রশ্নোত্তর
চলতি বছরের ১৯ থেকে ২৬ অক্টোরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। আজ থাকছে মুক্তিযুদ্ধ বিষয়ে প্রশ্নোত্তর–
১. অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়–
উত্তর: ১৯৭১ সালের ২ মার্চ।
২. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিল–
উত্তর: অসহযোগ আন্দোলন।
৩. জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হয়–
উত্তর: ১৯৭১ সালের ৩ মার্চ।
৪. পূর্ববাংলার স্বাধীনতার ঘোষণা দেয়া হয়–
উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে।
৫. অপারেশন সার্চ লাইট চালানোর নীলনকশা করা হয়–
উত্তর: ১৯৭১ সালের ১৭ মার্চ।
৬. নীলনকশা করেন–
উত্তর: টিক্কা খান, রাও ফরমান আলী।
৭. অপারেশন সার্চ লাইট হলো–
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বর হত্যাকাণ্ড।
৮. বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন–
উত্তর: ২৬ মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসযোগে।
> আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : গণিত
৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়–
উত্তর: ২৬ মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত ১.৩০ মিনিটে।
১০. শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন–
উত্তর: ২৬ মার্চ প্রথম প্রহরে ২৫ মার্চ রাত ১২টার পর।
১১. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ছিল–
উত্তর: ইংরেজিতে।
১২. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়–
উত্তর: ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে।
১৩. বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন–
উত্তর: ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় এমএ হান্নান।
১৪. বাঙালি পাকিস্তান শাসনের অধীনে ছিল–
উত্তর: ২৪ বছর।
১৫. বাংলাদেশকে কয়টি সামরিক জোনে ভাগ করা হয়–
উত্তর: ৪টি (১৯৭১ সাল ১০ এপ্রিল)।
১৬. ৪ সামরিক জোনে ছিলেন–
উত্তর: ৪ জন সেক্টর কমান্ডার।
> আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : ইংরেজি
১৭. মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনী মিলে গঠিত হয়–
উত্তর: যৌথ কমাণ্ড।
১৮. ১৯৭১ সালের মার্চ মাসে চলছিল–
উত্তর: বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন।
১৯. মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে প্রচারের প্রধান কেন্দ্র ছিল–
উত্তর: লন্ডন।
২০. স্বাধীন বাংলাদেশ সরকার ক্ষমতা গ্রহণ করে–
উত্তর: ১৯৭১ সালের ২২ ডিসেম্বর।
২১. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন–
উত্তর: চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
২২. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়–
উত্তর: ৬ ডিসেম্বর ১৯৭১।
২৩. কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী ছিলেন–
উত্তর: জর্জ হ্যারিসন।
২৪. কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়–
উত্তর: যুক্তরাষ্ট্রর নিউইয়র্ক শহরে।
২৫. কনসার্ট ফর বাংলাদেশে উপস্থিতি কেমন ছিল–
উত্তর: ৪০,০০০ লোক উপস্থিত ছিল।
এসইউ/আরআইপি