সাংবাদিকতার প্রশিক্ষণ নিতে চাইলে
সাংবাদিকতার প্রতি সবচেয়ে বেশি আগ্রহ তরুণ প্রজন্মের। এছাড়া অনেকেই শিখতে চান। যারা ইতোমধ্যে শুরু করেছেন অথবা ভবিষ্যতে করতে চান; তাদের জন্য প্রশিক্ষণের সুযোগ রয়েছে। বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট (বিএমটিআই) আয়োজন করেছে ২ মাসব্যাপী সাংবাদিকতার বেসিক কোর্স।
প্রশিক্ষণের বিষয়
* ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতার প্রস্তুতি
* টেলিভিশন সাংবাদিকতার কৌশল
* রেডিও সাংবাদিকতা
* অনলাইন সাংবাদিকতা
* সাংবাদিকতার পরিভাষা
* সাংবাদিকতার আইনজ্ঞান
* সংবাদে ছবি, শব্দ ও ভাষার ব্যবহার
* সংবাদ উপস্থাপন, লেখা ও সম্পাদনার কৌশল।
বৈশিষ্ট্য
১. আধুনিক ও বাস্তবধর্মী পাঠ্যসূচি।
২. ব্যবহারিক ক্লাসে অত্যাধুনিক অডিও-ভিজ্যুয়াল ইকুইপমেন্ট ব্যবহার।
৩. সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ।
> আরও পড়ুন- সিভির কভার লেটার আকর্ষণীয় করবেন যেভাবে
৪. দক্ষ, অভিজ্ঞ ও খ্যাতিমান প্রশিক্ষক।
৫. জব গাইড লাইন, সিভির ফরম্যাট ও গণমাধ্যমের তথ্য প্রদান।
৬. প্রয়োজনীয় লেকচারশিট ও বই প্রদান করা হয়।
৭. কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।
৮. কোর্স শেষে অনলাইন পোর্টালে কাজ করার সুযোগ।
ভর্তির যোগ্যতা: এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর/সমমান/অধ্যয়নরত
কোর্স ফি: ৫,০০০ টাকা
ক্লাস: প্রতি শুক্র ও শনিবার, সকাল ১০টা-১২টা
যোগাযোগ: বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট (বিএমটিআই), ৩৭৩/এ দিলু রোড (তৃতীয় তলা), মগবাজার, ঢাকা-১২১৭। ফোন: ০১৮৪১২২৬০৯৮, ০১৯৩৫২২৬০৯৮।
এসইউ/পিআর