জার্মানির ক্রস কালচার ইন্টার্নশিপে আবেদন
জার্মানির আইএফএ (ফরেন কালচারাল রিলেশন্স ইনস্টিটিউট) ক্রস কালচার ইন্টার্নশিপের আয়োজন করে থাকে। মুসলিম দেশসমূহের তরুণ পেশাজীবীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং আন্তঃসাংস্কৃতিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ আয়োজন করা হয়।
প্রতিবছর বাংলাদেশ থেকে তিন থেকে পাঁচ তরুণ পেশাজীবী এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছেন। রাজনীতি, সমাজ, শিক্ষা, মানবাধিকার-শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, মিডিয়া, সংস্কৃতি ও শিল্প— এসব ক্ষেত্রে কর্মরত তরুণ পেশাজীবীরা আবেদন করতে পারবেন।
নির্বাচিত তরুণ পেশাজীবীদের জার্মানিতে যাতায়াত ও আবাসনের যাবতীয় ব্যয় আইএফএ বহন করবে। ক্রস কালচার ইন্টার্নশিপে আবেদনের জন্য ইংরেজি বা জার্মান ভাষায় দক্ষতা, বাংলাদেশে স্থায়ী চাকরির যোগ্যতা থাকতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।
আবেদনকারীর বয়স ২৩-৪৫ বছর হতে হবে। আবেদনের শেষ সময় ১২ জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়ম জানতে ifa-portal.rexx-recruitment.com ঠিকানায় প্রবেশ করতে পারেন।
এসইউ/আরআইপি