ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

চাকরির পড়াশোনায় করণীয়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:১৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ইন্টারভিউ দিলেই চাকরি হয় না। ইন্টারভিউয়ে যাওয়ার আগে বিভিন্ন বিষয়ে ভালোভাবে পড়াশোনাও করতে হয়। পড়াশোনার ক্ষেত্রে মেনে চলতে হয় কিছু নিয়ম। আসুন জেনে নেই নিয়মগুলো-

১. যে ঘরে বসে পড়াশোনা করবেন, সেখানে পজেটিভ এনার্জি থাকাটা খুবই জরুরি।
২. পড়তে বসার সময় দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে বসলে ভালো ফল পাওয়া যায়।
৩. পড়ার ঘরের উত্তর-পূর্ব দিকে খোলা জানালা থাকলে বেশি ভালো হয়।
৪. পড়ার টেবিলের সামনের দেওয়াল পরিষ্কার থাকা প্রয়োজন।

read

> আরও পড়ুন- হতে চাইলে রেডিও জকি

৫. দেয়ালে কোন ছবি বা শো-পিস থাকলে তাতে মনযোগ নষ্ট হয়।
৬. পড়ার জায়গায় একটি ছোট পিরামিড রাখতে পারেন।
৭. পিরামিডটি প্লাস্টিক, তামা বা ক্রিস্টালের হতে পারে।
৮. বিছানায় বসে পড়াশোনা না করাই ভালো।

read

বাস্তুশাস্ত্র মতে, নিয়মগুলো মেনে নিয়মিত পড়াশোনা করলে চাকরির পরীক্ষায় ভালো করার সম্ভাবনা রয়েছে। তবে সবার ক্ষেত্রে এতো নিয়ম পালন করাও হয়তো সম্ভব নয়। তবে যতটুকু করা যায়, ততটুকু করতে ক্ষতি কী?

এসইউ/আইআই

আরও পড়ুন