কনটেন্ট আপলোডার নিচ্ছে জাগো জবস
অনলাইন জবস পোর্টাল জাগোজবস.কমে ‘কনটেন্ট আপলোডার’ পদে জনবল নিয়োগ করা হবে। দক্ষতাসম্পন্ন আগ্রহীরা আবেদন করতে পারেন।
পদের নাম : কনটেন্ট আপলোডার
পদসংখ্যা : ০২ জন
দায়িত্ব :
• ওয়েবসাইটের জন্য টেক্সট ভিত্তিক কনটেন্ট প্রস্তুত করা।
• ওয়েবসাইটে আপলোড করার জন্য ফটোশপে ইমেজ এডিট (ব্যাসিক এডিটিং) করা।
• ওয়েবসাইটের কনটেন্ট চেক করা ও আপডেট করা।
• ব্যাকরণ ও নির্ভুল বানান নিশ্চিত করা।
• প্রয়োজনে কোম্পানির বিভিন্ন প্রচারমূলক কাজে অংশ নেয়া।
চাকরীর ধরন : ফুল-টাইম
শিক্ষাগত যোগ্যতা :
• স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা :
• বয়স ২২ থেকে ২৮ এর মধ্যে।
• নির্ভুল ব্যাকরণ ও বানান বজায় রেখে ইংরেজি ও বাংলায় লিখিত দক্ষতা।
• ফটোশপে প্রাথমিক পর্যায়ের ইমেজ এডিটিং দক্ষতা।
• বাংলা টাইপিংয়ের দক্ষতা অত্যাবশ্যক।
• বাংলা টাইপে দক্ষতা না থাকলে আবেদন করার দরকার নেই।
সুযোগ-সুবিধা :
• বেতন আলোচনা সাপেক্ষে।
• কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
লক্ষণীয় :
প্রাথমিকভাবে নির্বাচিত হলে আপনাকে ইংরেজি ও বাংলায় লিখিত ও টাইপিংয়ের পাশাপাশি ফটোশপের টেস্টে অংশগ্রহণ করতে হবে। চাকরির ব্যাপারে সত্যিকারার্থেই আগ্রহী এবং উল্লেখিত দক্ষতা সম্পন্ন না হলে অনুগ্রহ করে আবেদন করবেন না।
আবেদনের নিয়ম : আগ্রহীরা www.jagojobs.com/software-it/163 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
এসইউ/পিআর