ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

ভিডিও চিত্রগ্রাহক হতে চাইলে

প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৮ ডিসেম্বর ২০১৬

দেশে বর্তমানে ২৬টি টিভি চ্যানেল রয়েছে। সামনে আসছে আরো একাধিক টিভি চ্যানেল। তাই মিডিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগও বাড়ছে। আর এতে একজন ভিডিও চিত্রগ্রাহক হওয়ার সুযোগ পাচ্ছেন যেকেউ। তবে এর জন্য মাত্র কয়েক মাস প্রশিক্ষণ নিতে হয়। প্রশিক্ষণ শেষে টিভি চ্যানেলগুলোতে যোগাযোগ করে চাকরির সন্ধান পাওয়া সহজ।

ঢাকা শহরে সরকারি ও বেসরকারি একাধিক প্রতিষ্ঠানেই চিত্রগ্রাহকের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। এরমধ্যে সরকারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)। এর বাইরে বিএমটিআই নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান হাতে-কলমে ভিডিও ক্যামেরার ওপর বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিচ্ছে।

প্রশিক্ষণের জন্য www.bmti.com.bd ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এছাড়া মগবাজারে প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়েও বিস্তারিত জানতে পারেন। প্রয়োজনে ০১৮৭৫ ০১৮৫০৭ নম্বরে ফোন করতে পারেন।

বিএমটিআই’র কোর্স কো-অর্ডিনেটর শাহআলম শুভ বলেন, ‘আমরা বিভিন্ন কোর্সের মতোই যত্নসহ এ কোর্সটি সম্পন্ন করে থাকি। এখানে বিশেষজ্ঞদের দ্বারা হাতে-কলমে শিক্ষা দেয়া হয়।’

এসইউ/পিআর

আরও পড়ুন