সাব-ইন্সপেক্টর নিচ্ছে বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশে ‘সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)’ পদে আটটি বিভাগে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পুলিশ
পদের নাম : সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক
অভিজ্ঞতা : কম্পিউটারে অভিজ্ঞ
বয়স : ০১ নভেম্বর ২০১৬ তারিখে ১৯-২৭ বছর। বিশেষক্ষেত্রে ১৯-৩২ বছর।
শারীরিক যোগ্যতা
পুরুষদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি, প্রসারিত ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বয়স ও উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্য থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে অবিবাহিত ও জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নারী-পুরুষ হতে হবে। তালাকপ্রাপ্ত পুরুষ বা নারীরা আবেদন করতে পারবেন না। এছাড়া মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ও ট্রাবলসুটিংয়ে ন্যূনতম তিন সপ্তাহের প্রশিক্ষণ।
নিয়োগ প্রক্রিয়া
আগ্রহীদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে উল্লিখিত সময় ও স্থানে উপস্থিত হতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেয়া চারিত্রিক সনদপত্র, স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, নিজের বা মা-বাবার জাতীয় পরিচয়পত্রসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকৃতির ছবি সঙ্গে আনতে হবে।
শারীরিক পরীক্ষা
পরবর্তী করণীয়
প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের আবেদনপত্র নিজ নিজ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে জমা দিতে হবে।
জমাদানের শেষ সময় : ২৪ ডিসেম্বর ২০১৬
লিখিত পরীক্ষা
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১৭ নভেম্বর ২০১৬
এসইউ/এবিএস