ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

জেনে নিন কিছু উদ্ভট চাকরির ইতিহাস : ২য় পর্ব

সালাহ উদ্দিন মাহমুদ | প্রকাশিত: ০৭:৪৯ এএম, ২০ জুলাই ২০১৬

জীবিকার তাগিদে মানুষকে কত রকমের কাজই না করতে হয়। চাকরির মধ্যেও রয়েছে উঁচু-নিচু ভেদাভেদ। কোনো কোনো চাকরি ঝুঁকিপূর্ণ জেনেও করে আসছে মানুষ। মানব সভ্যতার ইতিহাসে এমন সব চাকরির কথা উল্লেখ রয়েছে, যা শুনলে আঁৎকে উঠবেন আপনিও। তাহলে আসুন জেনে নেই এমন কিছু উদ্ভট চাকরির ইতিহাস। আজ থাকছে ২য় পর্ব-

ফ্রেনোলজিস্ট
প্রাচীন আমলে মানুষ তার নিজের মনে কি রয়েছে তা জানতে এদের কাছেই যেতেন।

ইউয়েরার
মধ্যযুগে উচ্চবিত্তদের ফরমাশ খাটতেন ইউয়েরাররা। তবে তাদের বিশেষ কাজ ছিল, মনিবদের হাত ধোয়া বা গোসলের কাজে উষ্ণ পানি এনে দেয়া।

খাবার পরীক্ষা
আগের আমলে রাজা-বাদশাহরা অন্দরমহলের ষড়যন্ত্র নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকতেন। শত্রুরা খাবারে বিষ দিয়েছে কিনা তা পরীক্ষার জন্যে টেস্টার থাকতেন। তারা প্রতিটা খাবার আগে নিজে খেয়ে দেখতেন।

বার্বার
আধুনকি বার্বার কেবল চুলই কাটেন। কিন্তু এক সময়ের বার্বার শপে মানুষ চুল কাটা, দাঁতের চিকিৎসা, এমনকি হালকা সার্জারির জন্যও যেতেন।

আলকেমিস্ট
এ শব্দটি শুনলেই মনে হয়, মধ্যযুগীয় কোনো বিশেষজ্ঞ সবকিছুকে স্বর্ণে রূপান্তরিত করা নিয়ে গবেষণা করছেন। আসলে রসায়নকে এগিয়ে নিতে আলকেমিস্টদের বেশ কদর ছিল।

নেসেসারি ওম্যান
রাজাদের প্রতিদিনের ব্যবহৃত পাত্রগুলোর ময়লা পরিষ্কার করতে নেসেসারি ওম্যানদের প্রয়োজন হতো। তারা বেশ ভালো বেতন ও বোনাস পেতেন।

উইচ হান্টার
যখন প্রেতাত্মাদের নিয়ে দারুণ ভয়ে সময় কাটতো মানুষের, তখন উইচ হান্টার পদে লোক নিয়োগ হতো। তবে এটা ঠিক ফুল-টাইম কাজ ছিল না। বরং পার্ট-টাইম জবের মতো ছিল। আবার অনেকে নিজের আগ্রহেই উইচ হান্টারের কাজ করতেন। তারা ‘উইচ ফাইন্ডার জেনারেল’ নামে পরিচিতি পেতেন।

নকনবলার
এরা চার্চ থেকে কুকুরগুলোকে তাড়িয়ে বাইরে নিতেন। তবে এ পেশা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। যেমন- চার্চে কুকুরগুলো কেন বড় সমস্যা ছিল? নকনবলার শব্দটিই বা কোথা থেকে এলো? এ পদে চাকরি পেতে কি ধরনের যোগ্যতার প্রয়োজন হতো? এমন নানা প্রশ্ন থেকেই যায়।

পিন সেটার
পুরনো সময় বোলিং খেলায় পিনগুলোকে ষয়ংক্রিয়ভাবে বসানো হতো না। তখন পিন সেটাররাই পিনগুলো সঠিক স্থানে বসিয়ে দিতেন।

চলবে-

এসইউ/এমএস

আরও পড়ুন